এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩রা জুলাই 

আজ খবর ( বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৬/০৪/২০২৫ :  কাশ্মীর সীমান্তে এল ও সি বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সেইসব সেনা বিনা প্ররোচনায় এবং যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ভারত সীমান্তের দিকে গুলি চালাচ্ছে। যোগ্য জবাব দিচ্ছে ভারতও। 

গতকাল পহেলগাঁও  হত্যাকাণ্ডে জড়িত দুই কাশ্মীরি জঙ্গী আদিল ও আসিফের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মাটিতে মিশে যাওয়া সেই বাড়ির ছবি প্রকাশিতও  হয়েছে। জঙ্গীদের  খোঁজে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার  ঐ  জঙ্গীরা সম্ভবত কাশ্মীরেই কোথাও আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত পুরোপুরি সিল করে রাখা হয়েছে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই, তাই তাদের পালিয়ে যাওয়ার সুযোগ অত্যন্ত কম। 

এদিকে কাশ্মীরে ফের জঙ্গী নাশকতা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার রেল স্টেশন বা রেল সম্পর্কিত কোনো আধিকারিক টার্গেট হয়ে থাকতে পারে। আবার ফের পর্যটকদের ওপর হামলা হতে পারে বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।  এই খবর আসার পর নিরাপত্তা বাহিনীকে চূড়ান্ত এলার্ট মোডে  রাখা হয়েছে।  এত কিছুর মধ্যেও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়ে দিয়েছেন আর কিছুদিন পর নির্ধারিত সূচী মেনেই অমরনাথ যাত্রা শুরু করা হবে। এ বছর জুলাই মাসের ৩ তারিখে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। 

আজ সকালে কুলগাঁও জেলার ঠকেরপোড়া এলাকায় অভিযান চালিয়ে জঙ্গীদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদেরকে জেরা করা হচ্ছে। এছাড়া বন্দি পোড়া  এলাকায় আর এক জঙ্গী সাহযোগীএনকাউন্টারে খতম হয়েছে।  ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাওয়ার আজই  শেষ দিন। আজ পাকিস্তানে ফিরে যাচ্ছেন অনেকেই, ঠিক তেমনি পাকিস্তান থেকে ভারতে ফিরে আসছেন বেশ কিছু মানুষ। পুরোনো সব ভিসাই  বাতিল করেছে ভারত সরকার। 

পাকিস্তান সীমান্তের কাছে মহড়া দিয়ে চলেছে বায়ু সেনা এবং নৌ সেনা। আকাশে উড়ছে যুদ্ধবিমান।চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে ইন্ডিয়ান আর্মিও। যে কোনো মুহূর্তে বড় কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বড় কিছু হোক সেটাই চাইছে গোটা দেশ। জঙ্গী ইস্যুতে পাকিস্তানকে বড়সড় শিক্ষা দেওয়ার জন্যে মুখিয়ে আছে ভারত। পাশে থাকছে অর্ধেক বিশ্ব। পৃথিবী থেকে সন্ত্রাসবাদকে চিরতরে বিদায় জানানোর অভিযান শুরু করতে চলেছে ভারত। 


Loading

Leave a Comment