গুজরাটে আটক ৫৫০ বাংলাদেশী অনুপ্রবেশকারী 

আজ খবর (বাংলা), [দেশ], সুরাট, গুজরাট, ২৬/০৪/২০২৫ :  গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছিল, কোথাও পাকিস্তানি থেকে গিয়েছে কিনা। অভিযান চালিয়ে শুধুমাত্র সুরাট এবং আহমেদাবাদ থেকেই অন্তত ৫৫০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে গুজরাট সরকার। 

স্পেশ্যাল অপারেশন গ্রূপ, ক্রাইম ব্রাঞ্চ, এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, প্রিভেনশন অফ ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৫৫০ জন বাংলাদেশিকে আটক করেছে। এদের সকলের থেকেই জাল কাগজপত্র পাওয়া গিয়েছে এবং এইসব ব্যক্তি অবৈধভাবে ভারতে  অনুপ্রবেশ করেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

আটক করা বাংলাদেশিদের জেরা করার কাজ চলছে। তদন্ত করার পর এই বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হবে. গতকাল সারারাত অভিযান চালিয়ে সুরাট থেকেই শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আহমেদাবাদে অভিযান শুরু করা হয়েছিল গতকাল রাত্রি ৩টের সময়. এখন থেকেও ৪৫০ জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে। তাদেরকে হেফাজতেও নেওয়া হয়েছে। এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে।  


Loading

Leave a Comment