পহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বিদেশেও 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], লন্ডন, ইউকে, ২৫/০৪/২০২৫ :  জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গী আক্রমণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেন বিদেশে থাকা ভারতীয়রাও। 

আজ লন্ডনে ইউকের ভারতীয় হাই কমিশনের সামনে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। অনাবাসী ভারতীয় ছাড়াও সেখানে হাজির ছিলেন বেশ কিছু বিদেশিও।  তাঁরা পহেলগাঁওতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সোচ্চার হন। প্ল্যাকার্ড হাতে তাঁরা ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শান্ত থাকুন, জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত জেহাদি সন্ত্রাসবাদ গুঁড়িয়ে যাক.’। উপস্থিত সকলেই প্রতিবাদের সুরে  জানিয়েছেন জঙ্গীদের বিরুদ্ধে  নরেন্দ্র মোদী যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন।

ইউকের সাংসদ বব ব্ল্যাকম্যান বলেছেন, “পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের শাস্তি দিতে ভারত যে ব্যবস্থাই  নিক না কেন, তাকে  সমর্থন জানানো উচিত। সন্ত্রাসবাদ কঠোরভাবে দমন করা উচিত। তবে  পহেলগাঁওয়ের জঙ্গীরাই শুধু নয়, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল,  তারাও যেন একইভাবে শাস্তি পায়।” বব আশা করেছেন ভারতের এই মিশনে যেন ইউকের সব রাজনৈতিক দলগুলি দলমত নির্বিশেষে ভারতের পাশে এসে দাঁড়ায় এবং ভারতকে সমর্থন করে। ইউকের ভারতীয় দূতাবাস এদিন সকালে পহেলগাঁওয়ের মৃতদের শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেছে। 

আমেরিকার স্টেট্ ডিপার্টমেন্ট মুখপাত্র ট্যামি ব্রুস  সাংবাদিকদের জানিয়েছেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার স্টেট্ সেক্রেটারি মার্ক রুবিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোথাও কোনোরকম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না।  পহেলগাঁও ইস্যুতে ভারতের পাশেই থাকছে আমেরিকা। সেক্ষেত্রে ভারত যে কোনোরকম সিদ্ধান্ত নিলে আমেরিকা ভারতকে সমর্থন দেবে। একইরকমভাবে ভারতকে সমর্থন দিয়েছে জি ২০ দেশগুলি। আমেরিকা ছাড়াও পাশে থাকার বার্তা দিয়েছে ইজরায়েল, চীন, জাপান, রাশিয়া, ইরান, নেপাল ও শ্রীলংকা।  সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে প্রায় গোটা বিশ্ব। 


Loading

Leave a Comment