আগে থেকে গোপন খবর পেয়ে ডাকাতির ছক ভেস্তে দেওয়া অনাস্যিবিপুল প্রশংসার যোগ্য, কৃতিত্ব গোয়েন্দা বিভাগেরও

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৩/০৭/২০২৫ : শিলিগুড়ি শহরে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। তবে পুলিশের উপস্থিতির আঁচ পেয়ে জনা সাতেক দুষ্কৃতী শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে খবর আসে যে, শিলিগুড়ির শালুগাড়া এলাকার জীবনদ্বীপ বিল্ডিং সংলগ্ন স্থানে প্রায় দশজন দুষ্কৃতী জড়ো হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালায় ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং-এর একটি বিশেষ দল। অভিযানে তিনজন দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের নাম – আমজাদ আহমেদ, মোহাম্মদ হাবিব (দুজনেরই বাড়ি আশরাফ নগরে) এবং কমল থাপা (বাড়ি খোলাচাঁদ ফাপরি)। পুলিশ জানিয়েছে, ধৃতরা শহরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির জন্য আনা বিভিন্ন সরঞ্জাম, তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরবাইক।
আজ, বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ভক্তিনগর থানার একটি বিশেষ দল।