২৬এর ভোটে জয়ের বিপুল প্রত্যাশা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি পদে শমীক ভট্টাচার্য

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৭/২০২৫ : বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির সিনিয়র নেতা শমীক ভট্টাচার্য্য। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে রাজ্য বিজেপির সভাপতি পদে গুরু দায়িত্ব দিল।
রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একেবারে নিচুতলার কর্মীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথ পার করেছেন শমীক ভট্টাচার্য্য। বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক অভিজ্ঞতাও যথেষ্ট রয়েছে তাঁর। দলের মধ্যে সেভাবে কেউই বিরোধী নন শমীকবাবুর। তাঁর নাম প্রথম যিনি প্রস্তাব করেছিলেন, তিনি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং দলের সব সিদ্ধান্ত নিতে একসাথে বসে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।
শুধু তাই নয়, বিজেপি দলের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি আছে. ‘মুখে যা কিছু এল সেটাই বলে দিতে হবে’ এই ধারণায় বিশ্বাসী নন শমীক ভট্টাচার্য। বুঝে শুনে কথা বলেন তিনি, যথেষ্ট প্রাজ্ঞ । ৬১ বছর বয়সী এই রাজনৈতিক ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বঙ্গ বিজেপির মুখপাত্র ছিলেন। পিছনে সংঘ পরিবার, আর এসএসএর সমর্থন রয়েছে। শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি পদপাওয়ায় দলের অভ্যন্তরে খুশির জোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদ পেলেন বলা যায়। সভাপতি হয়ে তিনি বলেন, “একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন”।
আজ দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
