
আজ খবর (বাংলা) [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক, ০৪/০৬/২০২৫ : গতকাল যখন আইপিএল টুর্নামেন্ট জিতে মাঠের মধ্যে খেলোয়াড় এবং দর্শকরা আনন্দ ও উৎসবে মেতে উঠেছে, তখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তৈরি হচ্ছে মৃত্যু মিছিল। ঘটছে পুলিশের লাঠিচার্জ এবং পদপিষ্টের ঘটনা।
গতকাল আইপিএল-এর ফাইনাল ম্যাচে ৬ রানে পাঞ্জাবকে হারিয়ে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৮ বছর পর চ্যাম্পিয়ান হয়। ঘরের মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। গতকালের ম্যাচে ভাল খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৪৩ রান করে আউট হয়েছিলেন। খেলার শেষে গোটা চিন্নাস্বামী স্টেডিয়াম যখন আনন্দে আত্মহারা, তখন স্টেডিয়ামের বাইরের দর্শকরা একটিবারের জন্যে তাদের প্রিয় দলকে এবং তার সাথে সাথে বিরাট কোহলিকে দর্শন করতে চায়। সুবিশাল জনতা এই আবদার নিয়ে উত্তেজনা বাড়ায়। জনতার আবদার মেটাতে না পেরে গতকাল পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। নিমেষে পরিবেশ পাল্টে যায় চিন্নাস্বামী স্টেডিয়ামের।
এরপর পালতে গিয়ে বহু মানুষ পদপিষ্ট হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন “এই ঘটনায় অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন আহত হয়েছে”। যদিও বেসরকারি মতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাজ্য সরকারের চূড়ান্ত অব্যবস্থার কারণেই গতকাল রাতে এতবড় ঘটনা ঘটে গিয়েছে। আইপিএল-এর ফাইনাল উপলক্ষে মোট পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবু স্টেডিয়ামের বিপুল সংখ্যক দর্শকের তুলনায় তা অপ্রতুল হয়ে গিয়েছিল। এতো দর্শককে সামাল দেওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। মৃতদের জন্যে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে কর্ণাটক সরকার। আইপিএল-এ এতবড় দুর্ঘটনা আগে কখনো ঘটে নি। আহতদের চিকিৎসা চলছে।