
আজ খবর (বাংলা), [রাজ্য], সুতি, মুর্শিদাবাদ, ০৪/০৬/২০২৫ : বাংলাদেশের স্পর্ধা ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা জোর করে এক বিএসএফ জওয়ানকে বাংলাদেশের ভিতরে টেনে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে মারধর করে। বেশ কয়েক ঘন্টা হেনস্থা করার পর তাঁকে ছাড়া হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলেও বাংলাদেশের প্রতি কেন এত নরম সেটা বোঝা যাচ্ছে না।
বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ বন্ধ করার সময় এক বিএসএফ জওয়ানকে অপহরণ করার অভিযোগ উঠল কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকাল ৮ টা নাগাদ অপহরণের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদিও পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের সীমা সুরক্ষা বাহিনীর আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষন ফ্ল্যাগ মিটিংয়ের পর বিএসএফের কনস্টেবলকে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বুধবার সকালে মুর্শিদাবাদে সুতি থানার নুরপুর বিওপি এলাকায় টহলদারি ডিউটি করছিলেন বিএসএফের এক কনস্টেবল। সেই সময় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার পাতলাটোলা এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি রাখাল ৬ এবং ৭ নম্বর আউটপোস্টের মাঝে প্রায় দেড়শো মিটার ফাঁকা জায়গা দিয়ে বেআইনিভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে যায়।
অবৈধভাবে বাংলাদেশি রাখালদেরকে ভারতে প্রবেশ করতে দেখে সীমান্ত কর্তব্যরত এক বিএসএফ জওয়ান বাংলাদেশি নাগরিকদেরকে নিজেদের দেশে ফিরে যেতে বলেন।
অভিযোগ উঠেছে বাংলাদেশের নাগরিকরা বিএসএফের আদেশকে গুরুত্ব না দিয়ে তাদের গরুগুলোকে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে ঘাস খাওয়াতে থাকে।
ওই বিএসএফ জওয়ান এরপর গরুগুলোকে বাংলাদেশি সীমান্তের দিকে তাড়িয়ে দিতে থাকেন। অভিযোগ সেই সময়ে প্রায় ১০ – ১৫ জন বাংলাদেশি নাগরিক জোর করে ভারতীয় সীমান্ত প্রবেশ করে ওই বিএসএফ জওয়ানের সঙ্গে থাকা তার আগ্নেয়াস্ত্রটি ছিনতাই করে বাংলাদেশের দিকে দৌড়াতে থাকেন।
নিজের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ফিরে পাওয়ার জন্য এরপর বিএসএফের ওই জওয়ান বাংলাদেশি নাগরিকদের পেছনে দৌড়াতে শুরু করেন। বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা ভেতরে পৌঁছে যাওয়ার পর স্থানীয় নাগরিকরা বিএসএফের ওই জওয়ানকে ধরে ফেলে কলা বাগানে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে অভিযোগ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশের বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (আজ খবর ভিডিওর সত্যতা যাচাই করেনি)।
বিএসএফ জওয়ান অপহরণ হওয়ার খবর পাওয়ার পরেই বিএসএফের শীর্ষ আধিকারিকেরা দ্রুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর দুপুর ২টো পর্যন্ত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এরপরই ছাড়া পান ওই বিএসএফ জওয়ান। তবে ওই জওয়ানের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রটি পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।