
আজ খবর (বাংলা), [দেশ], গৌহাটি, আসাম, ০৪/০৬/২০২৫ : উত্তর-পূর্ব ভারত জুড়ে প্রবল বর্ষণে রীতিমত বিপর্যয় চলছে। সারাঞ্চলগুলি জলে ডুবে রয়েছে। নদীর জল উপচে পড়ে চাষের জমিও ডুবিয়ে দিয়েছে। বিভিন্ন অরণ্যেও প্রচুর জল ঢুকেছে, যার ফলে বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণ।
সিকিমে বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে, যার ফলে পাহাড়ি ঝোড়াগুলি ফুলে ফেঁপে উঠেছে। এর জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছে। ধ্বসের ফলে বিভিন্ন জায়াগায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। জলের তীব্র স্রোতে কিছু জায়গায় সেতুগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় যেমন উত্তর সিকিমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গন জেলায় অনেকগুলি স্থানে ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উত্তর সিকিম জুড়ে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। তিস্তা নদী উত্তাল আকার ধারণ করেছে। পূর্ব সিকিমেও একই অবস্থা। সিকিমে রীতিমত তাণ্ডব শুরু করেছে প্রকৃতি। এর ফলে তোরাই বা ডুয়ার্স অঞ্চলেও নদীগুলোতে জলস্তর বেয়ে গিয়েছে অনেক খানি। তিস্তা, বালাসন , মহানন্দা নদীই উত্তাল হয়ে উঠেছে। অনেক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

আসামের অবস্থায় বেশ খারাপ। আসাম রীতিমত বন্যা বিদ্ধস্ত হয়ে উঠেছে। এই রাজ্যে ২জন প্রাণ হারিয়েছেন এবং কুড়িটি জেলায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন। আসবে বিভিন্ন গ্রামে জল ঢুকে গিয়েছে, শহরের মধ্যেও জল জমে রয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের ভিতরে যে ঢুকে গিয়েছে। পশুরা অরণ্যের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। অবস্থা ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। চিন্তিত আম সরকার, যদিও কেন্দ্র সরকার সিকিম, আসাম ও অন্যান্য রাজ্যগুলিতে বন্যার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে।
আসাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও বন্যা পরিস্থিতি বেশ খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বেশ কিছু জায়গা বন্যা বিদ্ধস্ত বলে গোষনা করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।