ভারতের সাথে বন্ধুত্ব রেখেই চলতে চায় চীন 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২৫ : ভারতের পুরোন বন্ধু চীন. দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক গতকাল  ৭৫ বছরে পদার্পন করেছে, আর সেই কারণেই ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা বার্তা পাঠালেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং।

সবে মাত্র চীন সফর করেছেন  বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক সেরে নানারকমভাবে তাঁর আনুগত্য প্রকাশ করে এসেছেন। তিস্তার  জল না পেয়ে তিস্তা প্রকল্প নিয়ে কিছু একটা’ ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছেন জিনপিংকে। ভারতকে উত্যক্ত করতে  বাংলাদেশ নানারকম চেষ্টা করে চলেছে। এবার তারা নিজেদেরকে বঙ্গোপসাগরের একচ্ছত্র অবিভাবক হিসেবে ব্যক্ত করেছে চীনের কাছে।  বাংলাদেশ বলেছে, যেহেতু ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির সাথ্যে সমুদ্রের কোনো সম্পর্ক নেই, তাই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশই। তাই তার সুযোগ নিয়ে চীন সেখানে অর্থনৈতিক ফায়দা তুলতে পারবে। 

বাংলাদেশের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে ভারত।  এর আগে মহম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু মোদী তাঁকে সময় দেন নি।  কিন্তু বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের এই ধরনের দায়িত্বহীন মন্তব্যকে ভালো চোখে নেয় নি ভারত। তবে জিনপিংয়ের সাথে বাংলাদেশ যতই বন্ধুত্ব করার  চেষ্টা করুক না কেন, ভারত-চীনের বন্ধুত্ব যে অনেক দিনের পুরোন  সেটাই জানিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি  জিনপিং। 

ভারতে থাকা চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে ভারত চীনের বন্ধুত্বের ৭৫ তম  বর্ষ উদযাপনের শুভেচ্ছা জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট মনে করেন ভারত ও চীন এই দুই  উন্নতশীল দেশ একসাথে কাজ করলে এবং বন্ধু হয়ে এগিয়ে গেলে গোটা বিশ্বে একটা জোরালো ছাপ ফেলতে পারবে। শি  জিনপিংয়ের এই বিবৃতি এল  মহম্মদ ইউনূসের চীন সফরের পরেই। 


Loading

Leave a Comment