সংসদে পেশ করা হল ওয়াকফ সংশোধনী প্রস্তাব 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০২/০৪/২০২৫ :  নির্ধারিত সূচী অনুযায়ীআজ  সংসদে সংশোধনের জন্যে পেশ করা হয়েছে ওয়াকফ বিল।  এই প্রস্তাব পেশ করে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন  রিজিজু এদিন কংগ্রেসকেই দোষারোপ করলেন। 

ওয়াকফ বিলের সংশোধনীর প্রস্তাব আজ পেশ করা হয়েছে সংসদে। পুরোন  ওয়াকফ বিলে সংশোধনী আনতে চায় কেন্দ্র সরকারের শাসক দল বিজেপি।  যদিও এই প্রস্তাবের বিরোধিতা করছে কংগ্রেস, এআইএমইএম, সমাজবাদী পার্টির মত রাজনৈতিক দলগুলি। একসময় এর বিরোধিতা করেছিলেন শিবসেনার বালাসাহেব ঠাকরেও।

এদিন কিরেন  রিজিজু সংসদে বলেন, “২০১৩ সালে ওয়াকফ বিলে তিনটি সংশোধন আনা হয়েছিল। আর সেটাও করা  হয়েছিল ২০১৪ সালের লোকসভা ভোটের ঠিক আগেই। সেই সংশোধনগুলি নিয়েও সেবার নানারকম প্রশ্ন উঠেছিল।  সবাই জানে যে আল্লার নামে ওয়াকফ তৈরি করা হয়েছিল শুধুমাত্র মুসলমানদের জন্যেই, কিন্তু সেবার সংশোধনী এনে বলা হয়েছিল মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ  যেমন, শিখ হিন্দু, পারসিক এবং অন্যান্যরাও ওয়াকফ তৈরি করতে পারবে।”

কিরেন  রিজিজু আরও বলেন যে, “সেবার ইউপিএ সরকার শুধুমাত্র একটি সম্প্রদায়কে সীমিত রেখে সংবিধানের ১০৮ নম্বর ধারাকে আরও ভারী করে তুলেছিল। কিন্তু আজ যে প্রস্তাব আনা হয়েছে তাতে স্বচ্ছতা বজায় থাকবে এবং দরিদ্র মুসলমান মানুষদের উপকার হবে। এই প্রস্তাব  কোনো সম্প্রদায়ের অভ্যাস, রীতি, নীতি বা প্রয়োজনকে ব্যাঘাত ঘটাবে না।”

এই মুহূর্তে সংসদে ওয়াকফ সংশোধনী প্রস্তাব নিয়ে নানারকম আলোচনা, প্রশ্নোত্তর, পাল্টা উত্তর পর্ব চলছে। এই বপ্ৰস্তাব নিয়ে ভোটাভুটি হবে, তারপরেই এই সংশোধনী বিল পাশ করা হবে এবং চলে যাবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে।  


Loading

Leave a Comment