
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৫/২০২৫ : ভারতে ফের করোনা ভাইরাসের হামলা শুরু হয়েছে। আমাদের দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁয়েছে।
দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এই মুহূর্তে আমাদের দেশে মোট ১০০৯ জন করোনা ভাইরাসে (কোবিদ ১৯) আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেও এই সংখ্যাটা এতো বেশি ছিল না, কিন্তু সম্প্রতি ৭৫২ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এতেই কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের। .রীতিমত চিন্তিত তাঁরা।
এই মুহূর্তে সক্রিয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন মোট ৪৩০ জন. এই মুহূর্তে দিল্লীতে আক্রান্তের সংখ্যা ১০৪, মহারাষ্ট্রে ২০৯, গুজরাটে ৮৩ এবং কর্নাটকে ৪৭ জন. সম্প্রতি ২১ বছরের এক তরুনের করোনা রোগ হয়েছিল। সে থানের ছত্রপতি শিবাজী মহারাজ কালোয়া হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়েছিল। তবে শেষরক্ষা হয় নি. সে মারা গিয়েছে। পশ্চিমবঙ্গে আরো চারজন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরে রেখেছে এই পরিস্থিতি।