
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৫/২০২৫ : পাকিস্তানী চর হিসেবে কাজ করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়ল এক সিআরপিএফ জওয়ান। মোতি রাম জাট নামে ঐ জওয়ানকে আজ গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
মোতি রাম জাট সিআরপিএফ জওয়ান হিসেবে কাজ করত। সে সিআরপিএফ-এর বেশ স্পর্শকাতর কিছু তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বলে জানতে পেরেছে এনআইএ। এই ব্যক্তি এমন কিছু তথ্য পাকিস্তানে পাচার করেছে, যা কিনা দেশীয় সুরক্ষা স্বার্থকে বিঘ্নিত করে। এইসব তথ্যাদি মোতি রাম জাট পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিকে দিয়ে দিয়েছে। এই কাজ সে ২০২৩ সাল থেকে করে আসছে বলে জানা গিয়েছে। তাদের এক জওয়ানের এই কীর্তির কথা মেনে নিয়েছে সিআরপিএফ।
জাট নাম ওই জওয়ানকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে সিআরপিএফ রুলস অনুযায়ী। গত তিন বছর ধরে এই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা বিভাগে ঠিক কি কি তথ্য পাচার করেছে, তার তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী জাটকে জেরা করা হচ্ছে। এনআইএ জানিয়েছে পাকিস্তানী গোয়েন্দা বিভাগকে তথ্য পাচার করে জাট মোটা টাকা রোজগার করেছে। দিল্লীর পাতিয়ালা হাউসের নির্দেশে এনআইএ এই ব্যক্তিকে জুন মাসের ৬ তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে থাকবে।