পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদকে সমর্থন করা : অভিষেক

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক ], সিওল, দক্ষিণ কোরিয়া, ২৬/০৫/২০২৫ :  জাপান থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদকে সমর্থন করা।  “.

দেশের  হয়ে বিশ্বের বেশ কিছু দেশে  সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার অভিযানে গিয়েছে বিরোধী যৌথ দলের প্রতিনিধিরা। এই দলগুলির মধ্যে একটি দল জাপানে গিয়েছিল, সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় সফর করতে গিয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুপার ঝা, আর এই দলেই আছেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

দক্ষিণ কোরিয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা গোটা বিশ্বকে এটা  বলতে চাই যে, পাকিস্তানকে সমর্থন করা মানেই হল সন্ত্রাসবাদকে সমর্থন করা।  গত ২২ শে  এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে যা কিছু হয়েছে তা শুধু ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়কেই নয়, এই ধরনের ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে  এবং  নিরাপত্তার বিষয়টিকেই অপরিহার্য করে।  আমরা বার বার বলেছি যে পাকিস্তানে সন্ত্রাবাদকে লালন পালন করা হয়।  ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এবং অবস্থানের পার্থাক্যটুকু দেখুন। দেখবেন আকাশ আর পাতালের পার্থক্য রয়েছে। পহেলগাঁওয়ের ঘটনা প্রমান করে দেয় যে, পাকিস্তান ভারতের অর্থনীতির এই উন্নতি মেনে নিতে পারছে না।”

ভারতীয় যৌথ প্রতিনিধি দল  আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে  ভারতীয় দূতাবাসে গিয়ে সেখানকার ভারতীয় রাষ্ট্রদূত অমিত কুমারের সাথে সাক্ষাৎ করে। কোরিয়া-ইন্ডিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপের চেয়ারপারসন ইয়ুন হো জুঙের সাথে সাক্ষাৎ করেন সঞ্জয় কুমার ঝা। 


Loading

Leave a Comment