
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৭/০৫/২০২৫ : জম্মু ও কাশ্মীরেএই বছরে যাতে অমরনাথ যাত্রা মিরবিঘ্নে শুরু করা যায়, তার জন্যে স্বরকমভাবে সচেষ্ট হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
শ্রীনগরে হোটেল মালিক ও পর্যটন শিল্পের সাথে জুড়ে থাকা কাশ্মীরের বাসিন্দাদের সাথে একটি বৈঠকে মুখ্যমন্ত্ৰী ওমর আবদুল্লা বলেন, “২২শে এপ্রিল পহেলগাঁওয়ে গুলি চালিয়ে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জম্মু ও কাশ্মীরে পর্যটন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। উপত্যকায় এই সময় ভীড় থাকে , কিন্তু ঐ ঘটনার পর কাশ্মীরে হাতে গোনা সামান্য কিছু পর্যটকের দেখা মিলছে। এই রাজ্যে পর্যটন শিল্প একেবারে শূন্যে নেমে যেতে বসেছে।”
শনিবার ঐ সভায় ওমর আবদুল্লা বলেন, “আমরা নানারকমভাবে চেষ্টা চালাচ্ছি, যাতে এই রাজ্য থেকে ভ্রমন প্রিয় মানুষরা মুখ ফিরিয়ে না নেয়। আর কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে. আমরা চাইছি যাতে সেই অমরনাথ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। কোথাও কোনোরকম ঘটনা যেন না ঘটে। এবছর জুলাই মাসের ৩ তারিখে অমরনাথ যাত্রা শুরুর কথা রয়েছে। যাত্রা শেষ হবে ৯ই আগস্ট তারিখে। এই অমরনাথ যাত্রাও হাঁটাপথে শুরু হবে সেই পহেলগাঁও থেকেই। তাই সদা সতর্ক থাকার ব্যবস্থা গ্রহণ করেছে জম্মু ও কাশ্মীর সরকার।
পহেলগাঁও কাণ্ডের পর যেভাবে জম্মু ও কাশ্মীরে বেড়াতে আসার ব্যাপারে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকেরা তাতে বেশ দুশ্চিন্তায় পড়েছে আবদুল্লা সরকার। কি ভাবে এই সমস্যার সমাধান করা যায়, তার জন্যে হোটেল মালিক এবং পর্যটন ব্যবসার সাথে জুড়ে থাকা কাশ্মীরিদের থেকেই পরামর্শ চেয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।