আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা 

আজ খবর (বাংলা), [দেশ ], গ্যাংটক, সিকিম, ১৬/০৫/২০২৫ :  দেশের ২২তম  রাজ্য হিসেবে সিকিম রাজ্যের  প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে আজ শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আজকের দিনেই স্বাধীন ভারতের সাথে সংযুক্তি হয়েছিল সিকিমের। সিকিমের তৎকালীন রাজা চোগিয়ালের বিরুদ্ধে জনরোষ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর ভারতের সাথে সংযুক্তি ঘটেছিল সিকিমের। পাহাড়ের এই সুন্দর রাজ্যটি বর্তমানে পর্যটনের একটি জনপ্রিয় গন্তব্য।  ভারতের বিভিন্ন জায়গা তো বটেই, বিশ্বের সব দেশ থেকেই পর্যটকেরা এই রাজ্যে আসেন ভ্রমন করতে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেছেন, “এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আমরা সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে।”

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে উষ্ণ অভিনন্দন ! এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ আমরা সিকিমের ৫০-ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! 

সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। এই সুন্দর রাজ্যের জনসাধারণের সমৃদ্ধি বজায় থাকুক।”


Loading

Leave a Comment