
আজ খবর (বাংলা), [দেশ] দিল্লী, ভারত, ১৭/০৫/২০২৫ : বিজ্ঞান ও প্রযুক্তির যতই উন্নতি হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সেই বিজ্ঞান ও প্রযুক্তিকে খারাপ কাজে লাগিয়ে অন্যকে লুঠে নেওয়ার খেলা। বাড়ছে প্রতারণা। সাইবার ক্রাইম এই ধরণেরই এক জঘন্য অপরাধ। যার হাত থেকে বাঁচা খুব শক্ত নয়, যদি বিষয়টি সম্বন্ধে পর্যাপ্ত পরিচয় থাকে।
আমাদের দেশে কত রকম সাইবার ক্রাইম হচ্ছে, তার খবর আমরা কজন রাখি ? আমাদের মধ্যে কারোর সাথে যদি সাইবার ক্রাইমের ঘটনা ঘটেই যায়, সেক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে তার থেকে নিস্তার ? এই সব প্রশ্নই এখন ঘুরে ফিরে উঠে আসছে নতুন প্রজন্মের সামনে।
WTN Technologies এর ডিরেক্টর দিলীপ কুমার লালওয়ানি রবিবার একটি নতুন ওয়েবসাইট নিয়ে আসছেন, সেই ওয়েবসাইটটি হল www.wtntechnologies.co.in ; এই ওয়েবসাইটের মাধ্যমে এক পক্ষকাল যাবদ জানানো হবে ভারতে কত ধরনের সাইবার ক্রাইম চলছে। এই সব সাইবার ক্রাইমের পাতা ফাঁদ থেকে কিভাবেই বা বাঁচা যায় ! কিভাবে এই ফাঁদগুলোকে এড়িয়ে চলা সম্ভব ! যদি সাইবার ক্রাইমের খপ্পরে কেউ পড়েই যায়, তাহলেই বা তা থেকে বাঁচার কি কি ধরনের উপায় আছে ? কাদেরকে এই সাইবার প্রতারকরা বেশি টার্গেট করে ? এইসব দুরূহ তথ্যগুলি জানতে পারা যাবে নতুন এই ওয়েব সাইট থেকে। দিলীপ কুমার লালওয়ানি এই ওয়েবসাইটটি প্রকাশ করবেন রবিবার অর্থাৎ আগামীকাল।
এই ওয়েবসাইটের পার্টনার হিসেবে থাকছে ভারত সরকারের National Internet Exchange of India (NIXI) এবং সহযোগী হিসেবে থাকছে ভারত সরকারের Indian Cyber Crime Coordination Center (I4C) এর একজন নোডাল অফিসার। এই ধরনের অভূতপূর্ব উদ্যোগ সমাজের নতুন প্রজন্মকে অনেকটাই সতর্ক রাখবে বলে মনে করা হচ্ছে।