
আজ খবর (বাংলা), [রাজনীতি], বিকানের, রাজস্থান, ২২/০৫/২০২৫ : রাজস্থানের বিকানেরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসবাদ নিয়ে আর কোনো কিছু করে, আর কোনো ঘটনা ঘটে, তাহলে তাদেরকে প্রতিটি ঘটনার জন্যে আলাদা করে মূল্য চোকাতে হবে। আমার শরীরে শিরা দিয়ে এখন আর রক্ত বইছে না, আমার শিরা দিয়ে এখন তপ্ত সিঁদুর বয়ে যাচ্ছে।”
নরেন্দ্র মোদী এদিন বলেন, “পাকিস্তান বোধ হয় ভুলে গিয়েছিল যে ভারত মাতার দাস নরেন্দ্র মোদী এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মোদীর মাথা ঠান্ডা, কিন্তু রক্ত বেশ গরম। মোদীর শরীরে এখন আর রক্ত প্রবাহিত হয় না, তার জায়গায় তপ্ত সিঁদুর প্রবাহিত হয়। এখন আর পাকিস্তানের সাথে কোনো বাণিজ্যও হবে না, কোনো কথাও হবে না। যদি পাকিস্তানের সাথে কোনো কথা হয়, তাহলে তা হবে শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই।”
মোদী আরও বলেন, “এটা ভারত পরিষ্কার করে দিয়েছে যে, পাকিস্তান যদি ভারতে আর কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, তার জন্যে পাকিস্তানকে ভংকর মূল্য চোকাতে হবে। সেই মূল্য চোকাবে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের অর্থনীতি। এটা শোধ প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নয়া স্বরূপ। এর নাম অপারেশন সিঁদুর। এটা কোনো ক্ষোভ নয়, এটাই নতুন ভারতের রুদ্র রূপ। আর এটাই ভারতের নতুন স্বরূপ। প্রথমে ঘরে ঢুকে আক্রমণ করেছিলাম, এবার সম্মুখ সাক্ষাতে প্রহার করেছি। এটাই আমাদের সন্ত্রাসবাদীদের ডানা কাটার পদ্ধতি। এটাই নতুন ভারত।”
নরেন্দ্র মোদী এদিন বলেন, “আমরা ভারতীয় সেনাবাহিনীর তিনটি বিভাগকে পরিস্থিতি মোকাবিলা করার জন্যে খোলা ছেড়ে দিয়েছিলাম। আমাদের তিন বাহিনী এমন চক্রব্যূহ তৈরি করে আক্রমণ শানিয়েছিল যে, পাকিস্তান নতজানু হতে বাধ্য হয়েছে। ” মোদীর বক্তব্য শুনে উচ্ছাসে ফেটে পড়েন বিকানেরের মানুষ। তাঁরা হর্ষধ্বনির পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখর হয়ে ওঠেন।