সলমনের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার তরুণী 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২২/০৫/২০২৫ :  মুম্বইয়ে  অভিনেতা সলমন খানের বাড়িতে লুকিয়ে ঢুকতে গিয়ে ধরা পরে  গেলেন এক মহিলা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

মুম্বইয়ের  বান্দ্রায় রয়েছে গ্যালাক্সী এপার্টমেন্ট। এই হাই প্রোফাইল বহুতলেই থাকেন অভিনেতা সলমন খান। স্বাভাবিকভাবেই এই এপার্টমেন্টে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকে। কিন্তু সেই নিরাপত্তা বলয় ভেঙেই এক তরুনী গ্যালাক্সী এপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়েন। যদিও সলমন খানের এপার্টমেন্ট পর্যন্ত তিনি পৌঁছে যাওয়ার আগেই ধরা পড়ে  যান।

।ঐ  তরুণী কে ? কোথা থেকে এলেন ? অন্য কোনো শহর থেকে এসেছেন নাকি তিনি মুম্বাইতেই থাকেন, তা জানার চেষ্টা চলছে। ঐ  তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সলমন খানের ওপর  প্রাণহানির হুমকি থাকায় পুলিশ জানার চেষ্টা করছে যে ঐ  তরুণীর সলমন খানের বাড়িতে ঢুকতে চাওয়ার পিছনে আসল উদ্দেশ্যটি ঠিক কি !কিছুদিন আগেই অর্থাৎ ২০ তারিখে এক তরুণ সলমন খানের বাড়িতে ঢুকতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পরে গিয়েছিলেন। পুলিশ তাঁকেও গ্রেপ্তার করেছিল। জেরায় জানা যায় সেই তরুণ ছত্তিশগড়ের বাসিন্দা। বাড়ি থেকে পালিয়ে এসেছেন। 


Loading

Leave a Comment