“মমতার ক্ষমা চাওয়া উচিত” কেন বলছেন সুকান্ত মজুমদার !

আজ খবর (বাংলা), [রাজনীতি], বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ২২/০৫/২০২৫ :  হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের পর মুর্শিদাবাদ নিয়ে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। 

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার এদিন বলেন, “মুর্শিদাবাদে এপ্রিল মাসের ১১ তারিখে যে ঘটনাগুলি ঘটেছিল, সেই ঘটনাগুলি নিয়ে হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একটি  রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্ট স্থানীয় এক কাউন্সিলরের উস্কানির দিকে এবং পুলিশের নিষ্ক্রিয়তার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। সুতরাং এর আগে মুখ্যমন্ত্রী যে ‘বহিরাগত’ তত্ব খাড়া করেছিলেন, তা একেবারেই অসত্য।”

মুর্শিদাবাদ হিংসার ঘটনায় এর আগে এবং গতকালও বহিরাগত বিষয়টিকে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা বর্ডার সিকিউরিটি ফোর্সের দিকেই আঙ্গুল তুলেছেন। তিনি পুলিশকে আরও সজাগ থাকতে বলেছেন, যাতে রাজ্যে কোনোভাবেই জঙ্গীদের প্রবেশ না ঘটে। এর আগে মে মাসের ৬ তারিখে মমতা বলেছিলেন, মুর্শিদাবাদে যা কিছু হয়েছে তা তৈরি করা হয়েছে এবং তা পূর্ব পরিকল্পিত। এইসব সহ্য করা হবে না।  এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমি কারোর বিরুদ্ধে নই, কিন্তু আমি হিংসার বিরুদ্ধে।”

সুকান্ত মজুমদার এদিন বলেন, “মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার সত্যতা জানার জন্যেই হাইকোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে দিয়েছিল। সেই রিপোর্ট স্থানীয় কাউন্সিলার মেহেবুব আলম ও তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। ঐ  ঘটনা নিয়ে বহিরাগত তত্ব খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু বলেছিলেন তা সর্বৈব মিথ্যা। তাঁর উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।”


Loading

Leave a Comment