অভিষেক-ঐশ্বর্যার বিবাহের ১৮ বছর 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বাই, মহারাষ্ট্র, ২২/০৪/২০২৫ :  নিজেদের বৈবাহিক জীবনের ১৮টি বছর পার করে দিলেন অভিনেতা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন।

বলিউডের ষ্টার দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা  রাই  বচ্চন নিজেদের বৈবাহিক জীবনের ১৮টি বছর পার করে দিলেন। তাঁদের জীবনে এসেছে কন্যা সন্তান আরাধ্যা। সেও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আজ নিজেদের বিবাহ বার্ষিকী পালন করতে গিয়ে সকালেই বন্ধু ও ফ্যানেদের জন্যে একটি ছবি ইনস্ট্রাগ্রামে আপলোড করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য্যা।  

সেই ছবিতে দেখা যাচ্ছে অভিষেক, ও ঐশ্বর্যার সাথে আরাধ্যকেও।  তিন জন্যেই সাদা পোশাক পড়ে  রয়েছেন। ঐশ্বর্যের মতে এটা তাঁদের সাদা মননের প্রতীক।  অভিষেক ও ঐশ্বর্যকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।  অভিনন্দন জানিয়েছেন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবরা।  অভিষেক-ঐশ্বর্যকে শুভেচ্ছা রইল আমাদের তরফ  থেকেও। 


Loading

Leave a Comment