
আজ খবর (বাংলা), [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৪/২০২৫ : গুজরাট টাইটান্স এর কাছে হেরে গিয়ে ফের একবার সমর্থকদের হতাশ করল কলকাতা নাইট রাইডার্স।
গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে গুজরাত টাইটান্স গোহারা হারিয়ে দিল কেকেআরকে। স্রেফ ধীরে চলো নীতিকে সম্বল করে ম্যাচ জিতে নিয়ে গেলো গুজরাট। প্রতিপক্ষের রশিদ খানের স্পিন ঘূর্ণিতে রীতিমত টলোমলো অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। সেইসঙ্গে রাসেলের ব্যাটিং নিয়েও বিতর্ক ছড়িয়েছে। রাসেলের ক্রমাগত ব্যর্থতা বার বার ডুবিয়ে দিচ্ছে দলকে।
গতকাল গুজরাটের ব্যাটিং ইনিংস মন্দ ছিল না.। সুভমন গিলের ঝোড়ো ৯০ রানের ইনিংস, সাই সুদর্শনের ৫২ রানের ইনিংস অথবা বাটলারের অপরাজিত ৪১ রানের ইনিংস গুজরাট দলটিকে যথেষ্ট সমৃদ্ধ করেছিল। সেখানে কেকেআর-এর অজিঙ্কা রাহানের অর্ধ শত রান সেভাবে কাজেই আসেনি নাইট রাইডার্সের। ৮ উইকেট খুইয়ে ১৫৯ রান তুলতে না তুলতেই খেলা জিতে নিয়ে বেরিয়ে গেলো গুজরাট টাইটান্স-এর দাপুটে খেলোয়াড়রা।
সত্যি কথা বলতে কি গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খানের দুজনেরই ২৫ রান করে দেওয়ার পরিবর্তে ২টি করে উইকেট তুলে নেওয়াকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। বিশেষ করে রশিদ খানের স্পিন ঘূর্ণিতে রীতিমত নাস্তানাবুদ কেকেআরের ব্যাটাররা। টিম স্ট্রাটেজি নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেকেআরকে। পুরোনো চাল আর বোধ হয় ভাতে বাড়ছে না।