
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ২২/০৪/২০২৫ : দু’দিনের সফরে সৌদি আরবে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সুসম্পর্ককে আরও মজবুত করতেই তাঁর এই আরব সফর বলে জানা গিয়েছে।
সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক অনেকদিনের। দুই দেশের ইতিহাসও তার সাক্ষী থেকেছে। সৌদি আরবের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন আরও কাছাকাছি এসেছে। নরেন্দ্র মোদী অন্তত সেই বার্তাই দিয়েছেন। গত সাত দশকে সৌদি আরবে ভারতীয় প্রধানমন্ত্রীরা গিয়েছেন মাত্র তিনবার, কিন্তু আজকের সফরকে ধরে নরেন্দ্র মোদীই সৌদি আরবে গিয়েছেন তিনবার। এর আগে তিনি ২০১৬ এবং ২০১৯ সালে সৌদিতে গিয়েছিলেন। সুতরাং অন্যান্য প্রধানমন্ত্রীদের তুলনায় তিনিই সৌদি আরবের সাথে ভারতের সুসম্পর্ককে বেঁধে রেখেছেন বলে মনে করা হচ্ছে।
নরেন্দ্র মোদীর আজকের সফর অবশ্য সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সৌদি আরবের জেড্ডার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ ২২ এবং ২৩ তারিখ তিনি সেখানে থাকবেন। এই সময়ের মধ্যে তিনি বেশ কিছু বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।
সৌদি আরবের সাথে ভারতের নানান বিষয়েই দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। এই দুই দেশ একে অপরের বন্ধু দেশ হিসেবে পরিচিত। তবে শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় আরও বেশ কিছু দেশ ভারতের বন্ধু দেশ হিসেবে সুপরিচিত। মোদীর বর্তমান সফরে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও দুই দেশের জনগনের পারস্পরিক আদান প্রদান নিয়ে সবিস্তারে আলোচনা হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদী মহম্মদ বিন সলমনকে নিজের ‘ভাই’ বলে উল্লেখ করে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন “দ্বিতীয় বৈঠকটি হবে যুবরাজের সাথে।. সেই আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের নীতিগতভাবে অংশীদারি নিয়ে আলোচনা হবে। “