আমি এমন ভাষা বিধানসভায় আগে শুনি নি : বিমান বন্দ্যোপাধ্যায় 

বাজারি ভাষায় কথা বলছেন শুভেন্দু অধিকারী। এর আগে বিধানসভায় এই ভাষায় কোনো বিরোধী দলনেতা কথা বলেন নি , বললেন বিমান বন্দ্যোপাধ্যায় 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৬/২০২৫ :  শুভেন্দু অধিকারী যে ভাষায় বিধানসভায় কথা বলছেন, সেই ভাষা এর আগে কখনো শুনি নি বিধানসভার মধ্যে, এই কথা বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

বিধান সভায় শাসকদল ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিবৃতি দেওয়ার সময় বিজেপি নেত্রী কগ্নিমিত্রা পল রুখে দিতে চেষ্টা করেছিলেন।  সেই সময় মমতা তাঁকে ধমকে চুপ করিয়ে দিয়েছিলেন। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাবে এবং যে ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করতে গেলেন, সেই ভঙ্গিমাটি মেনে নেন নি তৃণমূল বিধায়করা। তাঁরা শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেন স্পিকারের কাছে।  তৃণমূল বিধায়করা স্পিকারের কাছে বিরোধী দলনেতার স্বাধীকার ভঙ্গের অভিযোগ করেছেন। 

মমতা শুভেন্দুকে বলেন, “আমি আপনাকে ইগনোর করি…. আপনি একজন লিমিটলেস অপজিশন লিডার।”   স্বাধীকার ভঙ্গের নোটিশ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওদের নোটিশের থোড়াই কেয়ার করি।  এই নোটিশ এর আগে সাতবার দেখেছি।”

বিধানসভার বাইরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার হট্টগোল নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ” দীর্ঘদিন ধরেই বিধানসভায় আসছি, অনেক বিরোধী দলনেতা দেখেছি।কিন্তু এইবার শুভেন্দু অধিকারী যে ভাষায় এখানে কথা বলছেন, এভাবে কাউকে এর আগে বলতে শুনি নি। উনি সম্ভবত বিধানসভাকে বাজার বলে মনে করছেন।”



Loading

Leave a Comment