বিকট শব্দে চলা বাইকগুলির সাইলেন্সার খুলে নেওয়া হয়েছে

রাতের দিকে বিকট শব্দে চলে বাইকগুলি। ভয়ংকর শব্দে কান ফেটে যাওয়ার জোগাড় হয়. পথচলতি মানুষ চমকে ওঠেন, বয়স্করা আঁতকে ওঠেন। এটাই ঐ  বাইকচালকদের আনন্দ।

আজ খবর (বাংলা),[রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১১/০৬/২০২৫ :  রাতের শিলিগুড়ি শহরে ফের কঠোর হয়ে বাইকের দৌরাত্ম বন্ধ করতে এগিয়ে এল পুলিশের ট্রাফিক বিভাগ।

গতকাল রাতে শিলিগুড়ি ও আশেপাশের এলাকাগুলিতে ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল রাতের বেলাতেও। পুলিশ গতকাল প্রচুর বাইক ধরেছে, অনেকের কাছে গাড়ির কাগজপত্র ছিল না, অনেকেই আবার লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। বেশিরভাগ আরোহীর মাথায় হেলমেট ছিল না। বেশ কয়েকটি বাইককে ধরা হয়েছে তিনজন আরোহন করার অপরাধে। কেউ আবার ধরা পড়েছে নেশা করে বাইক চালাতে গিয়ে। 

গতকাল রাতে বেশ কিছু বাইক ধরা পড়েছে গতি বিধি লঙ্ঘন করার জন্যে।  অসম্ভব দ্রুত গতিতে এই বাইকগুলি ছুটে যাচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করেছেন যে এইভাবে এরা প্রত্যেক দিন রেস্ খেলে এবং রেসের নাম জুয়া খেলে।  অনেকেই ধরা পড়েছে সিগন্যাল না মানার জন্যে। তবে এর মধ্যেও কিছু বাইককে ধরা হয়েছে বিকট শব্দে বাইক চালানোর জন্যে।  এদের বাইকে এমন কারসাজি করা থাকে  যাতে ছুটে চলার সময় এদের বাইক থেকে বিকট শব্দ বের হয়। এতে পথ চলতি মানুষ চমকে ওঠে, বয়স্করা আতঙ্কিত হয়ে পড়েন। এই বাইকগুলিকে গতকাল আটক করে সাইলেন্সার পাইপগুলি খুলে নেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে। 


Loading

Leave a Comment