
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০৫/২০২৫ : উত্তরবঙ্গ সফরে এসে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে শিল্পোদ্যোগীদের সাথে মিলিত হলেন। উত্তরবঙ্গের ৮০০ শিল্পোদ্যোগী এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে শিল্পোদ্যোগী মানুষ এসে মমতার সাথে এই বৈঠকে যোগ দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “উত্তরবঙ্গে শিল্প করার অনেক অনেক সুযোগ রয়েছে। অনেক প্রস্তাবও এসেছে। আগে এখানকার মানুষকে কলকাতায় ছুটতে হত, কিন্তু এখন আর তা হয় না।এখানে চা এবং পর্যটন শিল্পের প্রসার করতে হবে। গোটা বিশ্বে এই দুই শিল্পকে ছড়িয়ে দিতে হবে।” বৈঠকে ঠিক হয়েছে বাগডোগরায় ৪ একর জমিতে একটি হোটেল করা হবে। এখানে বিলাসবহুল হোটেল করার প্রস্তাব জমা পড়েছে। উত্তরবঙ্গে ১০ একর জমিতে একটি বিশালাকার কনভেনশন সেন্টার গড়ে তোলা হবে। কোচবিহারে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের চা এবং পর্যটন শিল্পের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি অর্গানিক চা প্রমোট করতে বলেন। চা শিল্পে সমস্যা সমাধানের জন্যে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। মমতা অভিযোগ করে বলেন, “দার্জিলিং চায়ের নামে বাইরে থেকে অন্য চা ঢুকে যাচ্ছে বাজারে। সুতরাং সেদিকে নজর রাখতে হবে।” তিনি বলেন, “জল্পেশ শিব মন্দিরে যাওয়ার জন্যে ৫ কোটি টাকা খরচ করে একটি স্কাই ওয়াক গড়ে তোলা হবে”। এতে পুণ্যার্থীদের সুবিধা হবে। এদিন তিনি কলকাতায় দক্ষিনেশ্বর ও কালীঘাটে স্কাই ওয়াক দেখে আসতে বলেন। দীঘায় জগন্নাথ মন্দির ঘুরে দেখে আসতে বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের জোর দেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের উৎসাহ দেন। তাঁদের হস্তশিল্প পণ্যাদি বিক্রয় করার জন্যে মার্কেটিং করার ওপর জোর দেন।হস্তশিল্পের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার কথাও বলেন। সেলফ হেল্প গ্রূপকে আরও ভালো করে গড়ে তোলার ডাক দেন তিনি। মমতা এদিন প্রস্তাব দেন, উত্তরবঙ্গে নতুন শপিং ম্যল গড়ে উঠলে সেখানে শর্ত সাপেক্ষে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রূপগুলির হস্তশিল্প পণ্য বিক্রয় করার সুযোগ থাকলে ভালো হয়।এদিন বৈঠকে শিলিগুড়ির কাছে মাটিগাড়ায় ৪০ কোটি টাকা দিয়ে একটি ডেয়ারি গড়ে তোলার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, এবং উত্তরবঙ্গের আধিকারিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কয়েকজন শিল্পোদ্যোগীরাও।