
আজ খবর (বাংলা), [রাজ্য], টিটাগড়, উত্তর ২৪ পরগনা, ১৯/০৫/২০২৫ : আজ সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড়। এদিন সকালে টিটাগড় বাজারে একটি পুরোনো আবাসনের পাঁচতলায় সশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টিটাগড় বাজারের একটি পুরোনো বহুতল আবাসনের পাঁচতলায় একটি পরিত্যক্ত ঘরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে ওই বাড়িটির পাঁচতলার একটি ঘরের একদিকের পাঁচিল একেবারেই ভেঙে গিয়েছে। ফেটে গিয়ে চিড় ধরেছে অন্যান্য দেওয়ালগুলিতে। ছাদের ওপর থাকা আর একটি ঘরের টালির ছাদও ভেঙে গিয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই.।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, ওই বাড়িতেই বিস্ফোরণ হওয়া ঘরটির নিচের তলায় থাকেন স্থানীয় কাউন্সিলর। বাড়িটির মালিক এক স্থানীয় প্রমোটার। তিনি দাবী করেছেন, ‘ভোটের আগে যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ভাড়া নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। ভোট মিটে গেলেও তিনি ওই ঘরটি প্রমোটারকে আর হস্তান্তর করেন নি’। প্রমোটারের এই দাবী অবশ্য স্থানীয় কাউন্সিলর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভোটের পর ঐ ঘরটি ছেড়ে দেওয়া হয়েছিল। ওটা বর্তমানে একটা পরিত্যক্ত ঘর হিসেবে পড়ে থাকত। ঘরটিতে কোনো তালা দেওয়া থাকতো না। বাইরে থেকে এসে যে কেউ ওই ঘরে ঢুকতে বা বের হতে পারতো’।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। কিভাবে সেখানে বোমা ফাটল, কে বোমা রেখে গিয়েছিল, কাদের যাতায়াত ছিল ওই ঘরে এসব নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত দাবী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।