
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৫ : মার্চ মাসের শেষ সপ্তাহেইপ্রচন্ড দাবদাহে ত্রাহি ত্রাহি অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল গরম আরও বাড়বে।
প্রচন্ড গরমে তপ্ত তিলোত্তমা, কিন্তু এখনই খুশির খবর শোনাতে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের বক্তব্য গরম আরও কিছুটা বাড়বে। তবে শুধুমাত্র কলকাতাতেই নয় তীব্র তাপ প্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বলা হয়েছে, দক্ষিণ বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে । আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণা জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে বেশ কিছুটা বেশি। সোমবারের পর থেকে তাপমাত্রা কোমর সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
দার্জিলিং ও কালিম্পঙ জেলার কয়েকটি জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই. তবে উত্তর বঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ কিছুটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলার কিছু জায়গায় আগামীকাল বৃষ্টি হতে পারে।