শুধু ডিম সেদ্ধ বেচেই লাখ টাকা

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৫ : শুধুমাত্র ডিম  সিদ্ধ বিক্রি করেই লাখপতি জলপাইগুড়ির বাসিন্দা। ব্যবসা করে বাড়ি গাড়ি সবই করেছেন।

কবিতার  ছন্দে  বলা যেতেই পারে ‘অমলেট   খেতে জোটে যত পাড়া  পড়শী’, তবে এখানে অমলেট নয়, শুধুমাত্র ডিমসেদ্ধ। সারাদিন শুধুমাত্র ডিমসেদ্ধ বিক্রি করেই যে সফল ব্যবসায়ী হওয়া  যায় তা দেখিয়ে দিয়েছেন জলপাইগুড়ির বিজয় বাড়ৈ।  আবার অনেকে তাঁকে রাহুল নাম চেনে। প্রতিদিন প্রচুর মানুষ তাঁর দোকানে আসেন শুধুমাত্র ডিমসেদ্ধ খেতে। সারাদিন ধরে বিজয় ডিমের খোলা ছাড়িয়ে চলেন। 

বিজয়ের দোকানে পাওয়া যায় পোল্ট্রি ডিম , দেশি ডিম , অস্ট্রেলিয়ান ডিম , হাঁসের ডিম।  একটি সাধারণ হিসেবে করে দেখা গিয়েছে বিজয় প্রতিদিন গড়ে প্রায় ৪০০ ডিম  বিক্রি করেন এবং মাসে কমপক্ষে  পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন।  সারা বছরে তাঁর রোজগার ৬ লক্ষ টাকারও  বেশি।  ব্যবসা থেকেই টাকা জমিয়ে তিনি বাড়ি করেছেন এবং তাঁর একটি গাড়িও আছে. জলপাইগুড়ি শহরের অতি  পরিচিত মুখ, ডিম  বিক্রেতা বিজয় বাড়ৈ।


Loading

Leave a Comment