টিম ইন্ডিয়া : ইংল্যান্ড সিরিজ শুরুর আগে শুরু হল নেট প্র্যাকটিস 

গৌতম গম্ভীর ও অর্শদীপ

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন, ইংল্যান্ড, ১০/০৬/২০২৫ :  আর কিছুদিন পরেই ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শুরু করবে ভারত। পাঁচ ম্যাচের সেই সিরিজের আগে আজ নেট প্রেকটিস শুরু করে দিল ভারতের নীল বাহিনী। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টটি শুরু হতে চলেছে ২০ তারিখ থেকে।, ম্যাচ হবে হেডিংলের মাঠে। লিডসের এই মাঠে ভারত আগেও অনেক ম্যাচ খেলেছে, তবে এবার তারুণ্যে ভরা ভারতীয় ক্রিকেট দল। আজ প্রথমেই মাঠে নেমে গা ঘামিয়ে নিয়েছে শুভমন গিল, ঋষভ পন্থ ও বুমরারা। এরপর শুরু হয়েছে নেট প্র্যাকটিস। এই নেট প্র্যাকটিসে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের অস্ত্রগুলিকে শান দিয়ে নেওয়ার পূর্ণ সুযোগ পাবেন। 

খেলোয়াড়দের নেট প্রেকটিসের একটি ভিডিও ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, জাদেজা, বুমরারা গা ঘামাচ্ছেন এবং বিভিন্ন শারীরিক কসরৎ  করছেন। বেশ ফুর্তিতে রয়েছে গোটা টিমমে আজ কোচ টি দিলীপের তত্বাবধানে টিম ইন্ডিয়া বেশ কিছুটা ফিল্ডিং প্র্যাকটিসও করেছে। 

ইংল্যান্ডে গিয়ে টিম ইন্ডিয়া কখন কি করছে, খেলার কভারেজ ইত্যাদি সবকিছু দেখতে চোখ রাখুন ‘আজ খবর’ এর খেলা বিভাগে। সাবস্ক্রাইব করুন ‘আজ খবর’   – aajkhabor.in লিংক দিয়ে ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।


Loading

Leave a Comment