বিভিন্ন ইস্যুতে চলতি সপ্তাহে একাধীক জায়গায় আন্দোলনে থাকবে বিজেপি 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৬/২০২৫ : ভোটের দামামা বেজে গিয়েছে আগেই, বিজেপি নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী নিয়ে কাজ করতে শুরু করেছেন। কলকাতার বিধানসভাতেও চলবে প্রতিবাদ আন্দোলন।

মঙ্গলবার বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল  রবীন্দ্রনগর থানার সামনে রাস্তায় বসে পড়ে  বিক্ষোভ দেখিয়েছেন। এদিন তিনি রবীন্দ্রনগর থানার আইসিকে সময় বেঁধে দিয়ে  দিয়ে গেলেন। মহেশতলায় জিন্স কারখানায় ইলেকট্রিক শোকে নির্যাতিত  নিখোঁজ কিশোরকে আগামী কয়েক দিনের মধ্যে  উদ্ধার না করতে পারলে রবীন্দ্রনগর থানা অচল করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। পুলিশকে ১৬ তারিখ পর্যন্ত টাইম দিয়ে গেলেন  বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল.

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি বিষয় নিয়ে আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেন, “নদী থেকে বালি তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কাজে তৃণমূলের নেতারা জড়িত, তারাই লুঠ করছে। এই নিয়ে ভূপেন্দ্র যাদবকে বলেছি।”

শুভেন্দু অধিকারী বলেন, “আগামীকাল, বুধবার বিজেপির মহিলা বিধায়করা srrda এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের বক্তব্য নিয়ে বিধানসভার অন্দরে সরব হবেন।  বৃহস্পতিবার মুর্শিদাবাদ, ধুলিয়ান ইসুতে বিধানসভার ভেতরে সরব হবেন বিজেপির বিধায়করা।  সোমবার ভর্তি নিয়ে সরব হবেন বিজেপির শিক্ষক ও  বিধায়করা। “


Loading

Leave a Comment