
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২৫ : যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী আলাদা গেলো না। পশ্চিমবঙ্গে একসাথে ২৬ হাজার জন (২৫,৭৫০ জন) শিক্ষাকর্মীর চাকরি যাওয়া নিশ্চিত হয়ে গেল।সুপ্রীম কোর্টের নির্দেশ শুনে কার্যত কান্নায় ভেঙ্গে পড়লেন চাকরিজীবী শিক্ষকরা।
এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ২৬ হাজার চাকরি প্রার্থীদের চাকরি চলে যাবে। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে চাকরিরত কর্মচারীরা সুপ্রীম কোর্টে আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি তাঁর রায়ে জানিয়ে দিলেন, যে এই ক্ষেত্রে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হল। অর্থাৎ চাকরি যাচ্ছেই এই সরকারি কর্মীদের।
শুধু যে ২৬ হাজার কর্মীর চাকরি চলে যাচ্ছে তা নয়, এই কর্মীরা আজ পর্যন্ত যে বেতন পেয়েছেন তাও তাঁদেরকে ফেরত দিয়ে দিতে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যেই এই ২৬ হাজার শূন্য পদ পূরণ করতে হবে। চাকরি যাচ্ছেই বুঝে রীতিমত মাথায় হাত পড়েছে ২৬ হাজার শিক্ষক কর্মীর।অথই জলে পড়ে রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।
অভিযোগ উঠেছিল এসএসসির ২০১৬ সালের নিয়োগ অবৈধ, কারন এ ক্ষেত্রে এমন বহু নিয়োগ হয়েছে যা ওই প্যানেল অনুযায়ী অযোগ্য কিন্তু উৎকোচের সাহায্যে তাদের নিয়োগ করা হয়েছে। এই অবৈধ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। শেষমেশ হাইকোর্ট রায় দিয়ে ২০১৬ সালের পুরো প্যানেলটাকে বাতিল ঘোষণা করেছিল। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রীম করতে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তবুও ঐ বছরের যোগ্য ও অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করা যায় নি। হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে আজ সুপ্রীম কোর্টও পুরো প্যানেলটিকেই বাতিল বলে ঘোষণা করে দিল। সেক্ষত্রে ২০১৬র পুরো প্যানেল অনুযায়ী যাঁরা চাকরি করছিলেন তাঁদের চাকরি চলে গেল। এই গোটা বিষয়টির ডে রাজ্য সরকারের ওপরেই চাপিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।