
আজ খবর (বাংলা),[দেশ] লখনৌ , উত্তর প্রদেশ, ০৩/০৪/২০২৫ : ইন্ডিয়ান সুফী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাসিস ওয়ার্সি ওয়াকফ সংশোধনী বিলকে স্বাগত জানিয়ে জনগণের উদ্দেশ্যে বললেন, “সংশোধনী প্রস্তাবটি আগে সবাই ভালো করে পড়ুন।”
গতকাল বেলা ১২ টা নাগাদ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করে কেন্দ্র সরকার। এই প্রস্তাব সংসদে জমা পড়ার পর থেকেই তুমুল বাক বিতন্ডা শুরু হয়ে যায়। তর্ক বিতর্ক, আলোচনা চলতে থাকে রাত্রি ১২টা পর্যন্ত। শেষমেশ ভোটাভুটি করা হয় এবং দেখা যায় বিজেপি সহ শাসক শিবির এই ভোটে জিতে গিয়েছে এবং সেইসঙ্গেই লোকসভায় পাস করানো হয় ওয়াকফ সংশোধনী বিল। আজ এই বিল পেশ করা হবে রাজ্য সভায়। সেখানেও এই বিল পাস হয়ে গেলে তা যাবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে। তিনি এই বিলে সাক্ষর করলে এই বিল পরিণত হবে আইনে।
বিরোধী শিবির ইন্ডি জোট এই সংবিধানীর বিরোধিতা করেছে। তারা বলেছে এই সংশোধনী অবৈধ, বেআইনি এবং তা মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ন করবে। এরই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সুফী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, “আগে ভাল করে সবাই পড়ুন এই প্রস্তাবে কি বলা হয়েছে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে যাওয়ায় আমি শাসক দলকে শুভেচ্ছা জানাচ্ছি। সংসদে আমিত শাহ যে বক্তব্য রেখেছেন তাতেই স্পষ্ট যে ওয়াকফ সংশোধনী প্রস্তাব মুসলমানদের জন্যে আদৌ ক্ষতিকারক নয়। কিছু মানুষ বিজেপির নাম ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু এটা বোঝা হয়ে গিয়েছে যে কে মুসলমানদের বন্ধু আর কে শত্রু। দরিদ্র মুসলমানদের কাছে এই ওয়াকফ সংশোধনী আইন উপহার স্বরূপ হয়ে উঠবে।”
ওয়ার্সি আশা করছেন আজ রাজ্য সভাতেও এই বিল পাস্ হয়ে যাবে। বৃহস্পতিবার বেলা একটার সময় বিজেপির জে পি নাড্ডা রাজ্য সভায় পেশ করেছেন ওয়াকফ সংশোধনী বিল।