
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৩/০৪/২০২৫ : মধ্যরাত্রে লোকসভায় পাস হয়ে গেল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল।ভোটাভুটিতে জিতে গেল এনডিএ জোট।
আজ প্রশ্নোত্তর পর্বের পরেই বেলা ১২টা নাগাদ সংসদের লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী প্রস্তাব। এই প্রস্তাবটি পেশ করেন সংখ্যালঘু সম্পর্কিত মন্ত্রী কিরেন রিজিজু। এই বিল পেশ হতেই লোকসভা কক্ষে বিরোধীরা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। বিরোধী মুখের প্রধান ছিল কংগ্রেস। এছাড়াও এই বিরোধিতায় অক্সিজেন জুগিয়ে গিয়েছে শারদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, স্তালিন, আসউদ্দিন ওয়েইসিরা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হল না। বিজেপির নেতৃত্বে এনডিএ জোট লোকসভা থেকে বিল পাস করিয়ে নিয়ে গেল।
এদিন বেলা ১২টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত লড়াই চলল লোকসভায়। সারাদিন ধরে চলল যুক্তি, পাল্টা যুক্তি, সওয়াল, জবাব। কিন্তু সব কিছুকেই ঠান্ডা মাথায় সামাল দিচ্ছিলেন অমিত শাহ, কিরেন রিজিজুরা। এরপর শুরু হয় ধ্বনি ভোট, তাতেও জিতে যায় শাসক শিবির। এরপর ভোটাভুটি করা হয়। মোট ৩৯০ জনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পায় মোট ২২৬টি ভোট এবং বিরোধীরা পায় ১৬৩টি ভোট। একজন রায়দানে বিরত থাকেন।
ভোটাভুটিতে শাসক দল জিতে যাওয়ার ফলে এই প্রস্তাব বা বিল পাস হয়ে গেল লোকসভায়। আগামীকাল এই প্রস্তাব পেশ করা হবে রাজ্য সভায়। সেখানেও ফের নতুন করে তর্ক বিতর্ক পর্ব চলতে থাকবে। থাকবে যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই। তারপর ফের ভোট হবে. তারপরেও যদি দেখা যায় ভোটে জিতে গিয়েছে শাসক দল, তাহলে দুই কক্ষেই বিল পাস্ করানোর পর সেটিকে পাঠানো হবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে। তিনি ঐ বিলে সাক্ষর করলেই আইন হিসেবে পাস্ করে যাবে এই সংশোধনী প্রস্তাবটি ।
যদি আগামীকাল এই বিল রাজ্যসভাতেও পাস্ করে যায়, তাহলে সেটা হবে নরেন্দ্র মোদীর পরিচালনায় বিজেপি এবং এনডিএ জোটের তৃতীয় বিশাল সাফল্য। এর আগে এভাবেই তারা তিন তালাক বিল এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্ত করতে পেরেছিল। আগামীকালও যদি সাফল্য আসে তাহলে এটা হবে তাদের তৃতীয় বিশাল জয়।