সুমধুর প্রতিশোধ নিয়ে সিরিজে সমতা ফেরালো শুভমনরা 

সিরিজ ১-১ হয়ে যাওয়ায় আরও বেশি দর্শক টানবে ভারত – ইংল্যান্ড টেস্ট ম্যাচগুলি।  দ্বিতীয় টেস্টম্যাচটি ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। 

আজ খবর (বাংলা) [খেলা], বার্মিংহাম, ইউকে, ০৭/০৭/২০২৫ :  পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ডের সাথে সমতা ফেরাতে সুমধুর প্রতিশোধ নিল  ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দিয়ে সিরিজ ১-১ করে নিল ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমন গিলের অসাধারন পারফর্মেন্স যেমন ছিল, তেমনই পাওয়া গিয়েছে বল হাতে আকাশদীপের বিধ্বংসী বোলিং স্পেল। অধিনায়ক শুভমন গিল নিজেই আকাশদীপের  প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “আকাশদীপের  স্পেল অসাধারণ। যে ভাবে আকাশ জো রুট এবং বেন ডাকেটের  উইকেট দুটি পেয়েছে, তা সত্যিই কৃতিত্বের দাবী রাখে। ও অসাধারণ বল সিমিং করাচ্ছিল।”

শুভমন গিল বলেন, “দলে কুলদীপ যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়ায় খুব ভালো কাজ হয়েছে। অনেকেই সেই সময় নাক কুঁচকে ছিলেন।  আমি বলব, কুলদীপের বোলিং ভীষণ ভাল  কিন্তু আমি ওয়াশিংটনের ব্যাটিং গভীরতা আরও বেশি করে চাইছিলাম। আমার আর ওয়াশিংটনের  জুটি যদি ৮০ বা ৯০ রানের লিড রাখত, তার তুলনায় ১৮০ রানের লিড অনেক ভালো অবস্থায় আমাদের রেখেছিল। এই কৌশলগত দিকটা আমাদের সুবিধাই দিয়েছে।”

ভারতীয় দলের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে জয় পেয়ে শুভমন আরও বলেন, “পঞ্চম দিনে বল মাঝখান থেকে একটুও নড়ছিল না।  আমরা ভেবেছিলাম পঞ্চম দিনে যদি স্পিনারদের সাহায্য বেশি করে পাই তাহলে ভালো হয়। যাই হোক, যা হয়েছে তা ভালোই হয়েছে। এই মুহূর্তে আর এই ম্যাচের কাঁটাছেঁড়া করছি না। আমাদের লক্ষ্য এখন লর্ডসের দিকে।  দেখা যাক সেখানে কেমন উইকেট আমাদের জন্যে অপেক্ষা করে থাকে। “


Loading

Leave a Comment