এবার নতুন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ 

ভারত বেশ রিল্যাক্স মুডে খেলছে 

আজ খবর (বাংলা), [খেলা] বার্মিংহাম,ইউকে, ০৬/০৭/২০২৫ :  শনিবার ফের একটা নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও ব্যাটার ঋষভ পন্থ।

নতুন কি ইতিহাস তৈরি করলেন ঋষভ ?  একটি রিপোর্টে বলা হয়েছে ভারতীয় উইকেট কিপার ও ব্যাটার ঋষভ পন্থ প্রথম এশীয় যিনি স্পেশালিস্ট উইকেট কিপার হয়েও টেস্ট ক্রিকেটে ২০০০ রান করেছেন   (মোট সংগ্রহ ২০২৩)। এই রান তিনি তুলেছেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (SENA)।  তবে এই মাইলস্টোন ঋষভ স্পর্শ করলেন বার্মিংহামে এসে। 

ঋষভ পন্থ  এই টেস্টে প্রথম ইনিংসে ৪২ বলে মাত্র ২৫ রান তুললেও দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকেই একটা ঝোড়ো ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। ঋষভ দ্বিতীয় ইনিংসে ৫৮ বলে ৬৫ রান   এবং এই রান তিনি তুলেছেন আটটা  চার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে।  তাঁর বাউন্ডারি  হাঁকানো শটগুলি ছিল বেশ নয়নাভিরাম। 

চলতি টেস্টে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫৮৭ রান , প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৪০৭ রান. দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে আরও ৪২৭ রান।  ভারত ডিক্লেয়ার করার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে মোট ৭২ রান তুলেছে।  আগামীকাল শুরু হবে এই টেস্ট ম্যাচের  পঞ্চম দিনের খেলা। 


Loading

Leave a Comment