আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন 

গোটা বিশ্ব থেকে জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন মাহি।

আজ খবর (বাংলা),  [খেলা], রাঁচি, ঝাড়খন্ড, ০৭/০৭/২০২৫  :  যে ভারতীয় ক্রিকেটার দেশকে বার বার জয় দিয়ে এসেছে, যার হাতে উঠেছে ক্রিকেটের প্রায় সবরকম ট্রফি, সাফল্য যাকে বার বার কুর্নিশ করেছে, ভারতের সেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন।

৪৪ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। আজকের দিনটাকে তিনি একটু অন্যরকমভাবেই পালন করছেন। নিজেকে বয়সের সাথে সাথে বার বার বদলেছেন তিনি। বদলে গিয়েছে তাঁর লুক, প্রথম যখন ইন্ডিয়া টিমের হয়ে তিনি খেলতে নেমেছিলেন তখন তাঁর মাথার চুল ছিল প্রায় কাঁধ সমান, আর এখন তাঁর মাথায় চুল নেই বললেই চলে। খেলার পাশাপাশি তাঁর নায়কসুলভ হাবভাব তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। তাঁকে নিয়ে বলিউড সিনেমা করতেও ছাড়ে নি।

অসম্ভৱ ঠান্ডা মাথার মানুষ মাহি, সেই স্বভাবটা তাঁর খেলাতেও বার বার পড়েছে। অসাধারন টেল এন্ডার  তিনি, ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে বাড়ি ফেরেন এম এস ধোনি। শত প্রলোভনেও সাড়া  দেন না। গোটা আইপি এল টুর্নামেন্টকে জমজমাট করে তুলতে জানেন তিনি। ভারতের হয়ে ১৭,২৬৬ রান রয়েছে তাঁর ঝুলিতে।  বিশ্বের অন্যতম সেরা উইকেট রক্ষক এবং ব্যাটার। 

আজ ৪৪ বছরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি।  তাঁকে ‘আজ খবর’-এর তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।


Loading

Leave a Comment