
আজ খবর (বাংলা) [খেলা] নতুন দিল্লী, ভারত, ২২/০৪/২০২৫ : উইজডেন ক্রিকেটারদের আভিজাত্যের স্পর্শ পেলেন ভারতের যশপ্রীত বুমরা এবং শ্রীলংকার স্মৃতি মান্ধানা।
‘উইজডেন ক্রিকেটার আলমানক’ জানাচ্ছে, ভারতের ফাস্ট বলার যশপ্রীত বুমরা যিনি ক্রিকেটের সব ফরম্যাটে সফলভাবে খেলেছেন। বুমরাহকে ‘লিডিং মেনস ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে ঘোষণা করা হল। বুমরার সাফল্যের মুকুটে এটি একটি নতুন পালক বই কি ! যশপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার যিনি ২০র কম এভারেজ রেখে ২০০টির বেশি উইকেট তুলে নিয়েছেন। আর এই সাফল্য তিনি পেয়েছেন ২০২৪ সালেই।
অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার -গাভাস্কর ট্রফিতে ভারতের ক্ষুরধার আক্রমন প্রায় একাই নিয়ন্ত্রণ করেছিলেন বুমরা। সেবার তিনি মোট ৩২ টি উইকেট নিয়েছিলেন, যেখানে তাঁর গড় ছিল মাত্র ১৩.০৬; গত বছর অর্থাৎ ২০২৪ সালে বুমরার সংগ্রহ ২১টি ম্যাচে ৮৬টি উইকেট। তাঁর গড় ছিল ১৩; শুধু তাই নয় ২০২৪ এর জুন মাসে ক্যারিবিয়ানে ভারতকে টি ২০ বিশ্বকাপ জেতানোর পিছনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। বুমরার শিরদাঁড়ার নিচের দিকে ব্যাথা হয়েছিল যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে মাঠের বাইরে রেখেছিল। কিন্তু তা সত্বেও তাঁর অসামান্য সাফল্য ক্রিকেট বিশ্বকে মজিয়ে রেখেছিল গত বছর। ক্রিকেট বিশ্ব তারিয়ে তারিয়ে উপভোগ করেছে যশপ্রীত বুমরার সাফল্য।.