যুদ্ধবিরতি চুক্তি ভেঙেই সীমান্তে গুলি চালালো পাক সেনারা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] পুঞ্চ , জম্মু ও কাশ্মীর, ০২/০৪/২০২৫ :  যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করেই বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে গুলি চালালো পাকিস্তানের সেনাবাহিনী।

জম্মু ও কক্ষ্মীরের পুঞ্চ  এলাকার কে জি সেক্টরে বিনা প্ররোচনায় আকস্মিক গুলি চালাতে  শুরু করে দেয় পাকিস্তানের সেনাবাহিনী। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বলবৎ রয়েছে আন্তর্জাতিক সীমানা বা লাইন অফ কন্ট্রোল এলাকায়। কিন্তু সেই চুক্তি লংঘন করেই ভারতের সীমান্তের দিকে গুলি চালাতে শুরু করে দিল পাক সেনারা। 

যোগ্য জবাব দিয়েছেন ভারতের সেনা জওয়ানরাও। গতকাল ভোর রাত্রি থেকেই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সেনা জওয়ানরা। এনকাউন্টারে তাঁরা ইতিমধ্যেই জঙ্গিদেরকে নিকেশ করে দিয়েছেন।  গুলির লড়াই সেখানে চরমে উঠেছিল ৩১ তারিখ রাত্রে। ইতিমধ্যেই জঙ্গীদের হেফাজত থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ধরাও পড়ে  গিয়েছে।  সেই ক্রোধ মেটাতেই পাক সেনারা গুলি চালালো নাকি গুলি চালানোর আড়ালে সীমান্ত দিয়ে তারা আরও কিছু জঙ্গীকে ফের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দিল সেটা খুঁজে দেখছেন  নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা। 


Loading

Leave a Comment