
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০৮/০৫/২০২৫ : দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করে গড়ে তুলতে ভারতে এলেন ইরানের বিদেশমন্ত্রী সাঈদ আব্বাস আরাগাছি। পাকিস্তানের সাথে প্রবল কূটনৈতিক যুদ্ধের আবহে আরাগাছির এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরাগাছি আজ ভারত সফরে এসেছেন ২০তম ভারত-ইরান জয়েন্ট কমিশন বৈঠকের জন্যে।
ইরান ও ভারতের মৈত্রী চুক্তির ৭৫ তম বর্ষে ভারত-ইরান জয়েন্ট কমিশন বৈঠকে শীর্ষস্তরের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের তরফে সরকারি মুখপাত্র তথা বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক রণধীর জয়সোয়াল ইরানের বিদেশ মন্ত্রী আরাগাছিকে স্বাগত জানান এবং এই সময়ে তাঁর ভারতে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেছেন, “ইরানের বিদেশমন্ত্রী সাঈদ আব্বাস আরাগাছিকে ভারত সফরে স্বাগত। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ফের একবার নতুন মাত্রা দিতেই তাঁর ভারতে আসা। ভারত দীর্ঘদিন ধরেই ইরানের বন্ধু দেশ হিসেবে কাজ করে চলেছে।”
ইরানের বিদেশ মন্ত্রী আরাগাছি দুই দিনের জন্যে ভারত সফরে এসেছেন। আজ তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও বৈঠক করবেন। সেই বৈঠক হবে দিল্লীর হায়দ্রাবাদ হাউসে। এরপর তাঁর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও বৈঠক করার কথা আছে। সেই বৈঠকটি হবে রাষ্ট্রপতি ভবনে। গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের পর আরাগাছি ভারতকে ফোন করে গোটা ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করেছিলেন, সেই সঙ্গে তিনি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাথে শান্তি প্রক্রিয়া বজায় রাখার কোথাও বলেছিলেন। এবারেও ভারতে আসার আগে আরাগাছির ইসলামাবাদ হয়ে ভারতে আসার কথা ছিল।