ধ্বংস হয়েছে জঙ্গী তৈরির কারখানা মুরিদকে

আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক] মুরিদকে, পাকিস্তান, ০৮/০৫/২০২৫ :  ভারতের উপর্যুপরি মিসাইল আক্রমণের ধাক্কায় রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে জায়গাটি। 

মুরিদিকের মারকাজ তৈবা, এই জায়গাটি হল  জঙ্গী সংগঠন লস্কর ই তৈবার  খুব গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং সেন্টার।  এখানেই জঙ্গীদের মগজ ধোলাই করা হয়। শেখানো হয় শত্রু শিবির ধ্বংস করে ঠিক কি আনন্দ পাওয়া যায়। এখানে যে ট্রেনিং সেন্টারটি আছে, সেখানে শারীরিক প্রশিক্ষণ যেমন দেওয়া হয়, তেমনই  অস্ত্র চালনার প্রশিক্ষণও  দেওয়া হয়। 

এই মার্কাজে বিভিন্ন কোর্স অন্তত ১০০০ ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হত।  ২৬/১১র মুম্বই  হামলার নেপথ্যে যে  সব জঙ্গীরা ছিল, তারা প্রত্যেকেই এই মারকাজ থেকে প্রশিক্ষিত হয়েছিল। এমনকি জঙ্গী আজমল কসাভও এই মুরিদকে মারকাজ থেকে প্রশিক্ষিত হয়েই নাশকতার মিশনে বেরিয়েছিল। 

অপারেশন সিঁদুরের মাধ্যমে মুরিদকের মোর্তাজা সহ চার পাঁচটি বাড়ি রীতিমত গুঁড়িয়ে দিয়েছে ভারত। বাড়িগুলিকে ধুলোর সাথে মাটিতে মিশিয়ে দিয়েছে।  সেইসঙ্গে একেবারে নিকেশ করে দিয়েছে বেশ কিছু প্রশিক্ষিত ও অর্ধ প্রশিক্ষিত জঙ্গীদেরকে। 


Loading

Leave a Comment