শিলিগুড়ি মহকুমা পরিষদের  বিশেষ বৈঠকে ঠিক হল উন্নয়নের সব কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে 

শিলিগুড়ির মহকুমা পরিষদের বৈঠকে মিলিত হয়ে তৃণমূলের নেতারা সিদ্ধান্ত নিলেন উন্নয়নের সাথে কোনো সমঝোতা করা চলবে না

শিলিগুড়ি মহকুমা পরিষদের বিশেষ বৈঠক 

আজ খবর (বাংলা),[রাজনীতি]  শিলিগুড়ি, দার্জিলিং, ২৪/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি :  শিলিগুড়ি ও সমতল এলাকায় উন্নয়ন প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে বৈঠক করলো তৃণমূল নেতৃত্ব।  উন্নয়ন প্রকল্পে কাজ যেভাবে চলছিল ঠিক সেভাবেই বাকি কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল নেতারা। 

শিলিগুড়ি মহকুমা পরিষদের এই বিশেষ বৈঠকে যে বিষয়টি উঠে এসেছে তা হল, উন্নয়নের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হলে দলের তৃণমূল স্তর থেকে শুরু করে শীর্ষ স্তর পর্যন্ত একটা সুষম সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। আজকের বৈঠকে সেই কাজটাই করা হল। দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি অবশ্যই আছে, সেই ভুল বোঝাবুঝির জায়াগাগুলিকেও মেরামত করে নেওয়া হল আজকের বৈঠকে। ব্লক স্তরের নেতাদের সাথে শীর্ষ স্তরের প্রত্যেক নেতাদের আলাপচারিতার মাধ্যমে এই কয়েক ঘণ্টা ধরে এই আলোচনা করা হল। 

এই বৈঠকের শেষে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ‘এই অঞ্চলে অনেক কাজই করা হয়েছে, বাকি যে কাজগুলি রয়েছে, তাও দ্রুত শেষ করে ফেলার ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা করা হয়েছে। উন্নয়নের কাজ কোনোভাবেই আটকে  .থাকবে না।’ এই বৈঠকের পরবর্তী পর্যায়ে আগামী ২১শে  জুলাই নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে। 


Loading

Leave a Comment