কালীগঞ্জে তৃনমূল যে জিতবে তা আগে থেকেই জানত পদ্ম শিবির

আজ খবর (বাংলা), [রাজনীতি], কালীগঞ্জ, নদীয়া, ২৪/০৬/২০২৫ : কালীগঞ্জ উপনির্বাচনে জিতে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বললেন, “আমরা সবসময়ই মানুষের জন্যে কাজ করি।”
কালীগঞ্জ উপ নির্বাচনে জিতে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বলেন, “আমরা সবসময়ই মানুষের জন্যে কাজ করে যায়। এটাই তৃণমূল কংগ্রেসের দস্তুর। অন্যদের মত ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা সবসময়ই মানুষের পাশে থাকি, তাদের জন্যে কাজ করি আর সেই কারণেই আমরা মানুষের আশীর্বাদ পাই। তাই আমরা তাদের সকলের কথা বলি। আমার এই জয়কেও আমি জনগণের কাছে উৎসর্গ করলাম। এই জয় সকলের।”
নদীয়ার কালীগঞ্জ উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন আলিফা আহমেদ, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন আশিস ঘোষ এবং কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন কাবিলউদ্দিন শেখ. এই নির্বাচনে তৃণমূলের আলিফা ৫০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন। ভোটে জিতে তাঁর বিপুল জয় আলিফা জনগণের উদ্যেশ্যে উৎসর্গ করেছেন এবং এই জয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আলিফা ‘দাদা’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন। নদীয়ার কালীগঞ্জের এই আসনটিতে বিধায়ক ছিলেন তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর পর এই আসনে ভোটে জিতে এলেন তৃণমূলেরই আলিফা।