
আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম , ০২/০৬/২০২৬ : মেঘ ভাঙা বৃষ্টিতে রীতিমত খারাপ অবস্থা সিকিমে। সিকিমের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে, যার জেরে বিভিন্ন জায়গায় ধ্বস নামছে এবং পাহাড়ি নদীগুলি মারাত্মক ক্ষতি করছে সেতুগুলির।
সিকিমে সারাদিন সারারাত ধরে চলছে একটানা বৃষ্টি। এর জেরে পাহাড়ের ঝোড়াগুলি ফুলেফেঁপে উঠেছে। ফুলে ফেঁপে ওঠা ঝোড়াগুলির জলের চাপ এতটাই বেশি যে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছে। ভাঙছে রাস্তাঘাট। এই মুহূর্তে সিকিমের বুক চিরে বয়ে যাওয়া তিস্তা নদী উত্তাল আকার ধারণ করেছে। অন্যান্য নদীগুলিও ফুঁসছে। বিআরও রাস্তাঘাটের ওপর থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফের নতুন করে রাস্তাঘাট তৈরি করতে অপারেশন স্বস্তিক শুরু করেছে।
এদিকে ধ্বস এলাকায় কাজ করতে গিয়ে সোমবার উত্তর সিকিমের লাচেনের চাতেন এলাকায় তিন আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে ওলে জানা গিয়েছে। এই তিনজন হলে হাবিলদার লাখবিন্দর সিং, ল্যান্স নায়েক মনীশ ঠাকুর এবং মাল বাহক অভিষেক লাকড়া। যেখানে এঁরা কাজ করছিলেন সেই জায়গাটা ছিল মারাত্মক বন্ধুর এবং চ্যালেঞ্জিং পাহাড়ে গাটি. চতুর্দিকে কাদা ছিল, যেখানে পা রাখা যাচ্ছিল না. আবহাওয়া এতটাই খারাপ ছিল যে এক হাত দূরের কোনো কিছুকে ভালোভাবে দেখতে যাওয়া যাচ্ছিল না. এঅবস্থায় ধ্বস সরানোর কাজ চলছিল। এই ঘটনায় আরও ছয় জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না. এদিকে যাচ্ছেন এবং লাচুং মিলিয়ে দেড় হাজার জনের বেশি পর্যটক আটকে পড়েছিলেন। সেনারা তাঁদের উদ্বাহরের ব্যাবস্থাও শুরু করেছে।
সিকিমে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্যে ডুয়ার্স অঞ্চলের নদীগুলি বিপদ সীমার কাছ দিয়ে বইতে শুরু করেছে। কার্যত ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গ-সিকিমের লাইফলাইন। পাহাড়ের প্রায় সর্বত্র মেঘ ও কুয়াশার পুরু আস্তরনে ঢাকা রয়েছে। সিকিমের সর্বত্রই রেড এলার্ট জারি করা রয়েছে।