
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি,দার্জিলিং, ০৪/০৬/২০২৫ : সিকিমে টানা বৃষ্টির জন্যে জল বেড়েছে উত্তরের নদীগুলোতে। লাগাতার ধ্বসের কারণে তিস্তার জলে ভেসে আসছে পলি সেই কারণে শিলিগুড়ির জল সরবরাহ ব্যাহত হচ্ছে।
পাশাপাশি ভূটানে লাগাতার বৃষ্টির জন্য ভুটানের নদীর জল ডুকছে উত্তরবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছে ভুটান এবং সিকিমের বৃষ্টিপাত এবং নদীর জল সম্পর্কিত সমস্ত তথ্য যাতে বাংলা পায় সেই বিষয়ে। কিন্তু কোন তথ্য মিলছে না।
আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সেচ মন্ত্রি মানস ভূঁইয়া। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে মানস বাবু সোজা চলে যান মহানন্দা নদী এবং বালাসন নদী পরিদর্শনে। এরপর তিনি সোজা চলে আসেন স্টেট গেস্ট হাউসে। এখানে উত্তরবঙ্গের বিধায়ক সাংসদ সেচ বিভাগের প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেন। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
মানস ভূঁইয়া সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন। বাংলার মানুষের পাশে রাজ্য সরকার সব রকম ভাবে থাকবে। আজি আলিপুরদুয়ার যাবেন মানস ভূঁইয়া। এরপর জলপাইগুড়ি যাবেন সেচমন্ত্রী। প্রতিটি জেলার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী কে পাঠানো হবে বলে জানান তিনি।
আজকের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মুখ খোলেন সেচ মন্ত্রী। উত্তরবঙ্গের প্রতিটি নদীর নদী বক্ষ সংস্কারের কাজে হাত দেবে শেষ বিভাগ বলেও জানিয়েছেন মানস ভূঁইয়া। কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য বসে থাকবে না বললে জানান তিনি। মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রাজ্যের উন্নয়নের জন্য। ঠিক সেভাবেই নদী সংস্কার এর কাজ করবে রাজ্য সরকার।
পাশাপাশি সাংবাদিক বৈঠকে সেচ মন্ত্রী বলেন সিকিম সরকারের সাথে কথা হচ্ছে সিকিমে কতটা বৃষ্টিপাত হচ্ছে এবং তিস্তার জল কতটা বাড়ছে সমস্ত তথ্য যাতে সরাসরি সিকিম সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয় সেই বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি ভুটানের সাথেও কথা বলবে রাজ্য। কারণ সিকিম এবং ভুটানের জন্যই প্লাবিত হয় উত্তরবঙ্গ।