আবারও সমবায় সমিতির ভোটে ৯ টার মধ্যে ৯টাতেই  জয়ী তৃণমূল

আজ খবর (বাংলা), [রাজনীতি] কাঁথি, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৬/২০২৫ : আরও একটা সমবায় সমিতির ভোটাভুটিতে জয়লাভ হল তৃণমূল কংগ্রেসের। এবার  কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা INTTUC রাজ্য সম্পাদক  আমিন সোহেলের নেতৃত্বে হুগলি সমবায় সমিতি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী। 

কাঁথি লোকসভা, বিধানসভা , এক নম্বর ব্লক ও অঞ্চল বিজেপি থাকা সত্ত্বেও  একের পর এক সমবায়ে  আমিন সোহেলের নেতৃত্বে তৃণমূলের দখলে। কাঁথি এক নম্বর পঞ্চায়েতে সমবায় সমিতির ভোটে ৯টা  আসনের মধ্যে ৯টা তেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এমপি, এমএলএ, কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতি  বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির ভোটে আমিন সোহেলের নেতৃত্বে সফল হওয়ায় কর্মীদের ও এলাকাবাসীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। 

এই সমবায় সমিতি ভোটে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, অঞ্চলের নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই ঘোড়াই, রতন সাউ ,সৌম্য সুন্দর গিরি, ফাল্গুনী শাসমল। যার নেতৃত্বে আজকে বিপুল ভোট তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেই আমিন সোহেল বলেন ভোট সুশৃঙ্খলা ভাবে কেমন করাতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায় কিন্তু মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Loading

Leave a Comment