
আজ খবর (বাংলা), [দেশ], বাগডোগরা, দার্জিলিং, ২৯/০৫/২০২৫ : শেষ পর্যন্ত সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাত্রি থেকেই সিকিম পাহাড়ে যথেষ্ট বৃষ্টি হয়েছে। আজও আবহাওয়া খারাপ থাকায় বাগডোগরা বিমানবন্দর থেকে সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী।
আজ সিকিমে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিকিমের ভারত অন্তর্ভুক্তির ৫০ তম বছর উদযাপন। নামচিতে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ (বরাদ্দ ৭৫০ কোটি), আপার পেলিং থেকে সাঙ্গাচলিং মনাষ্ট্রি পর্জন্ত একটি রোপওয়ে নির্মাণ, গিয়ালসিং জেলার উন্নয়ন এবং গ্যাংটকে অটল বিহারি বাজপেয়ীর স্মরণে অটল অমৃত উদ্যান নির্মাণের শিলান্যাস করা।
আজ সকাল ১১টায় সিকিমে পৌঁছনোর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তিনি সিকিমে পৌঁছাতে পারেন নি। তার বদলে বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি তিনি সিকিমের ওই অনুষ্ঠানে যোগ দান করেন। বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন এবং শিলান্যাস করেন। সিকিমের মানুষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সিকিমের ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
‘সিকিম@৫০’ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে নরেন্দ্র মোদী বলেন, “আজকের দিনটা একটি বিশেষ দিন। গণতন্ত্রের পথে চলা সিকিমের মানুষ আজ গোল্ডেন জুবিলী পালন করছেন। এই সুন্দর দিনটির অংশীদার হতে চেয়েছিলাম আমি নিজেই। সেই কারনে আজ সকালে বাড়ি থেকে রওনা হয়েছিলাম। বাগডোগরা পর্যন্ত চলেও এসেছিলাম। কিন্তু প্রকৃতি আমাকে এর থেকে বেশি দূরে এগোতে দেয় নি। তবে সামনে যে দৃশ্য আমি দেখছি তাতে মন ভরে গিয়েছে। সামনে শুধুই জনজোয়ার।”
নরেন্দ্র মোদী এরপর পৌঁছে যাবেন আলিপুরদুয়ারের জয়গাঁ শহরে। জায়গাটি ভারত-ভুটান সীমান্তে। সেখানে আজ একটি জনসভা করবেন তিনি। কার্যত এই সভা থেকেই তিনি আগামী বছরের নির্বাচনী দামামা বাজিয়ে দেবেন। আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যেও বেশ কিছুটা বাজেট বরাদ্দ দেবেন তিনি। সন্ধ্যেবেলায় তাঁর বিহারে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল তিনি উত্তরপ্রদেশে সফর করবেন। আগামীকাল রাজ্যে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।