সিকিমের সাথে দার্জিলিংকে মিলিয়ে দেওয়ার দাবী উঠল পাহাড়ে

ড: হরকা বাহাদুর ছেত্রী

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ৩০/০৫/২০২৫ :  দার্জিলিংকে সিকিমের সাথে মিলিয়ে দেওয়ার দাবী উঠলেও পাহাড় জুড়ে এমন দাবীর জোরালো সমর্থন নেই।

কালিম্পঙের প্রাক্তন বিধায়ক ড: হরকা বাহাদুর ছেত্রীর নেতৃত্বে জন আন্দোলন পার্টি (জাপ) একটি দাবী তুলেছেন  যে  দার্জিলিংকে সিকিমের সাথে মিশিয়ে দেওয়া হোক। অর্থাৎ সিকিম এবং দার্জিলিং এক হয়ে যাক। হঠাৎ কেন এই ধরনের একটা অদ্ভুত দাবী করছেন জাপ  নেতা হরকা বাহাদুর ছেত্রী ? একদা গোর্খাল্যান্ড আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এই নেতা এতদিন চুপ চাপ থাকার পর কেন এই ধরনের দাবী নিয়ে সোচ্চার হতে চলেছেন ? এই নিয়ে কি ফের পাহাড়ের রাজনীতিতে উত্তেজনা দেখা দেবে ?  পাহাড়ে কি ফের একবার জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে ?

হড়কা বাহাদুর ছেত্রী অবশ্য সেই কথা বলছেন না। তিনি বলছেন, “একসময় সমগ্র দার্জিলিং (শিলিগুড়ি সহ) সিকিমেরই অংশ ছিল। দার্জিলিং সিকিমের সাথে যুক্ত হলে সিকিমের আয়তন বেড়ে যাবে। তাছাড়া ভাষা ও সংস্কৃতির দিক থেকে এই দুই জায়গায় বিশেষ কোনো প্রভেদ নেই।” তাহলে তিনি কি গোর্খাল্যান্ডের দাবী থেকে সরে আসছেন ? আজ খবরের প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিলেন ড: হরকা বাহাদুর ছেত্রী। তারপর বললেন, ” আমাদের দাবী যথেষ্ট ন্যায্য। এই মুহূর্তে আমাদের দাবী দার্জিলিঙ-কালিম্পঙকে সিকিমের সাথে যুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে আমাদের দাবী ফ্যাক্স মারফত পাঠিয়ে দিয়েছি, এবার স্বরাষ্ট্রমন্ত্রীকেও জমা দেব।”

দার্জিলিংকে নিয়ে বার বার রাজনৈতিক দাবী উঠছে, যেখানে দার্জিলিঙের নেতারা কখনো নিজেদেরকে আলাদা করে নিতে চাইছেন, আলাদা রাজ্য চাইছেন। গোর্খাল্যান্ড গঠন করতে চাইছেন, কখনো ষষ্ঠ  তফসিল চাইছেন। কখনো সিকিমের সাথে জুড়ে যেতে চাইছেন। অথচ কোনোভাবেই পশ্চিমবঙ্গের সাথে আর থাকতে চাইছেন না। তবে  হড়কা বাহাদুরের এই দাবী নিয়ে পাহাড়ের রাজনীতিও কোনোভাবেই উত্তপ্ত হয়ে উঠবে না বলে মনে করছে দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক মহল। তৃণমূল নেত্রী শান্তা ছেত্রী অবশ্য  এই ইস্যুতে কোনরকম মন্তব্য করতে চান নি। 

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফ থেকে  এস পি শর্মা বলেন, “জাপের কাছে আর কোনো ইস্যু নেই, তাই এই ধরনের ইস্যু নিয়ে রাজনীতিতে টিঁকে  থাকতে চাইছে।  সিকিমের তরফ থেকেও এই ধরনের কোনো দাবী ওঠে নি। তাই এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া আদৌ উচিত হবে না।”  হরকাবাহাদুর ছেত্রীরা গতকালই প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবীপত্র জমা দিতে গিয়েছিলেন, কিন্তু মাঝপথেই সিকিম পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা ফিরে যান এবং ফ্যাক্স মারফত তাঁদের দাবী প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন। আজ তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রকেও একই দাবী জমা করতে পারেন। 


Loading

Leave a Comment