
আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/০৬/২০২৫ : শিলিগুড়ির প্রধাননগর থানার দেবীডাঙ্গা বাজারে চলল গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধান নগর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান প্রধাননগর থানার আইসি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে গ্রেফতার করে এবং উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন ও কার্তুজ। জানা গিয়েছে মাদক কারবারিদের সাথে স্থানীয় বাসিন্দাদের অশান্তির জেরেই চলে গুলি। স্থানীয় বাসিন্দারাই ওই দুষ্কৃতীকে আটকে রাখে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। ধৃতের নাম দীপক কামতি ওরফে দীপু।

তবে বাকি দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রধান নগর থানার পুলিশ দীপুকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর, মাদক কারবারিদের তরফে চলেছে গুলি। এলাকায় মাদকের কারবার নিয়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। আজ রাতে এলাকায় মাদক কারবারিদের দেখেই প্রতিবাদ করে ওঠে স্থানীয় বাসিন্দারা। তখনই এক মাদক কারবারি এই গুলি চালায় বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যেই প্রধান নগর থানার পুলিশ বেশ কয়েকজন দুষ্কৃতির নাম পেয়েছে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন কার্তুজ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্তের পাশাপাশি বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।