
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৯/০৬/২০২৫ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন এপ্লিকেশন খুলেছেন। যার নাম হল নরেন্দ্র মোদী এপ্লিকেশন বা সংক্ষেপে NaMo App.
এই নতুন এপ্লিকেশনে ভারতীয় নাগরিকদের তিনি অনুরোধ করেছেন অংশগ্রহণ করার জন্যে। এই এপ্লিকেশনের মাধ্যমে গত ১১ বছরে ভারত সরকার দেশের নাগরিকদের কতটা দিয়েছে, দেশের মানুষের কতটা অগ্রগতি হয়েছে সেটা বোঝা যাবে। এই এপ্লিকেশন আসলেএকটি সমীক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পগুলি মানুষের কতটা কাজে লেগেছে, সেটাও বোঝা যাবে এই এপ্লিকেশনের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই নতুন এপ্লিকেশনের লিংক শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে।
২০১৪ সালের ২৬শে মে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার পথ চলা শুরু করেছিল। সেই সরকার এবার ১১ বছর পূরণ করছে। বিগত দিনগুলিতে মোদী সরকার এই দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে, মানুষকে কতটা উন্নয়ন দেওয়া গিয়েছে, সেইসব কিছুর মাপজোক করা সম্ভব সাধারণ মানুষের চিন্তা ভাবনাগুলিকে পাওয়া গেলে। তাই এই এপ্লিকেশনের সাহায্যে মোদী সরকার চাইছে সাধারণ মানুষের মধ্যে একটা স্পষ্ট সমীক্ষা করার। সেই উদ্দেশ্যেই মোদী সরকার এই ধরনের একটি নতুন এপ্লিকেশন নিয়ে এসেছে এবং সেই এপ্লিকেশনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অন্য অনুরোধ করছে সাধারণ মানুষের কাছে।
সার্চ ইঞ্জিনে গিয়ে ‘নরেন্দ্র মোদী এলিকেশন’ ক্লিক করলেই এই এপ্লিকেশনে প্রবেশ করা যাচ্ছে।
