দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে 

আজ খবর (বাংলা) [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ :  ফের করোনা ভাইরাস আমাদের দেশে তার থাবা চওড়া করছে। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে আমাদের দেশে ৬,০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬১৩৩, এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। অর্থাৎ এবারে যে করোনা ভাইরাস আক্রমণ করেছে তাতে শিশুদের কাবু করে ফেলছে। মে মাসের ২২ তারিখে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭, সেখানে গত রবিবার দেখা গেল সংখ্যাটা ৬০০০ ছাড়িয়ে গিয়েছে। সহজেই অনুমেয় যে কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় ৩৭৮ জন সক্রিয় করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।  কো মরবিডিটির কারনে এখনো পর্যন্ত আমাদের দেশে মোট ৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দেখা যাচ্ছে, কেরালা রাজ্যেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। এই মুহূর্তে সেই রাজ্যে মোট ১,৯৫০ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, এই রাজ্যে এই বছরে এখনো পৰ্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৪৩৯, রবিবার নতুন করে আরও ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গের নাম। এই রাজ্যে মোট ৬৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে ভীড় এড়িয়ে চলাই উচিত হবে। মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার ব্যবহার করাটাই উচিত হবে। 


Loading

Leave a Comment